সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার ৫ম বর্ষপূর্তিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য মীনা বাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৩ Time View

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি নারীদের অন্যতম সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া (বিএলসিএ) তাদের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করে একদিনব্যাপী বর্ণাঢ্য মীনা বাজার। গত ১৬ আগস্ট রবিবার সিডনির ক্যাম্পসি’র ওরিয়ন সেন্টারে অনুষ্ঠিত এই উৎসবে ছিল সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি নানা রকম জুয়েলারি, বুটিক ও ফুড স্টল, যা অনুষ্ঠানটিকে পরিণত করে এক প্রাণবন্ত সামাজিক মিলনমেলায়।

অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আকসা হক আফরা এবং গীতা পাঠ করেন শিশু শিল্পী রেমো ঘোষ। শুরুতেই মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা।

সারাদিনের আয়োজন ছিল নাচ, গান, কবিতা ও ফ্যাশন শোতে ভরপুর। সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন নুসরাত জাহান স্মৃতি ও ফাহিমা সাত্তার। শিশু শিল্পীদের পরিবেশনায় অংশ নেয় আবিদুর সায়াদ, জায়না জাফরাত, রোকাইয়াত সারা, জাওয়াদ সরকার, জাজিব আলী, সাজিব আলী, রেমো ঘোষ ও আকসা হক আফরা। কবিতা আবৃত্তি করেন নাজনীন রেখা, মলয় বিশ্বাস, রাজেস্বরী মৃয়ন্ময়ী ও মাজনুন মিজান। সঙ্গীত পরিবেশন করেন নাবিলা স্রোতস্বীনি, তাবাসুম জলিল চৌধুরী, সৌমিক ঘোষ, অতলান্তিক রিদ্ধ এবং অমিয়া মতিন। নৃত্যে অংশ নেয় নটরাজ ডান্স একাডেমির সুদীপ্তা, প্রিয়াংকা ও মিতা এবং অর্পিতা সোম ডান্স স্কুলের পরশি, নির, আইদা, আদ্রিতা, প্রাপ্তি, সামন্ত ও রিশিতা।

অতিথি পর্বটি পরিচালনা করেন কামরুন চৌধুরী লিন্ডা। উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের শিল্প সম্পর্ক, কর্ম-স্বাস্থ্য ও নিরাপত্তা মন্ত্রী সোফি কটসিস এমপি, ক্যান্টারবেরি–ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর কার্ল সালেহ, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান এশ। এছাড়াও কমিউনিটি নেতা শফিকুল আলম, শেখ শামীমুল হক ও তানভীর শহীদসহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় বিভিন্ন সম্মাননা। স্পন্সরশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হন ডাঃ নাজমুল হুদা, ডাঃ হাবিব হাসান, তানভীর শহীদ, এম এ আহসানুল হাসান হাদী, মোঃ আবু শাহাদাত সরকার, বজলুল আজাদ, গোলাম মোস্তফা, মোঃ খায়রুল ইসলাম, ডাঃ সৈয়দ ফারাবী, ডাঃ এম আসাদুজ্জামান, ডাঃ মিরজাহান মিয়া, ডাঃ রোকেয়া ফকির (কেয়া), আসাদ জামান আহমেদ ও ফিররাস আলকামিসি। লিডারশিপ অ্যাওয়ার্ড পান বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি রাহেলা আরেফিন এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার মুন্নী। বিশেষ সম্মাননা দেওয়া হয় ডাঃ জেসি চৌধুরীকে। এছাড়া উপদেষ্টা ও সংগঠক হিসেবে ডাঃ শায়লা ইসলাম, ডাঃ ফাহিমা সাত্তার, ডাঃ রোখসানা হোসেন জেবা, নুসরাত জাহান স্মৃতি, রওশন জাহান পারভিন ও ফারজানা আহমেদকে সম্মাননা প্রদান করা হয়।

শিল্পীদের মধ্যে অমিয়া মতিন পান সেরা সংগীত শিল্পী সম্মাননা এবং অর্পিতা সোম চৌধুরী পান সেরা নৃত্যশিল্পী সম্মাননা। মিডিয়া সম্মাননা প্রদান করা হয় নাইম আবদুল্লাহ (সিডনি প্রতিদিন) এবং আবু রেজা আরেফিনকে (জনভূমি টেলিভিশন)। বিশেষ সম্মাননা দেওয়া হয় সাখাওয়াত হোসেন বাবু ও কাজী সামছুল আলম রুবেলকে। ফটোগ্রাফিতে সম্মাননা পান মলয় বিশ্বাস এবং সামাজিক সম্মাননায় ভূষিত হন রুবাইয়াত হক সাথী (গুড মর্নিং বাংলাদেশ)।

দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক আবহ শেষ হয় উদয় এন্ড ফ্রেন্ডস গ্রুপের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category