মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

উজ্জ্বল সফলতায় সম্পন্ন হলো EKOTA Lakemba United Group আয়োজিত ‘নারী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ২০২৫’

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View

সিডনি, ৫ জুলাই ২০২৫ – সিডনির লাকেম্বা ইউনাইটিং চার্চে অনুষ্ঠিত হলো EKOTA Lakemba United Group আয়োজিত “নারী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ২০২৫”। শনিবার বিকেলে আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচি নারী স্বাস্থ্যের নানা দিক নিয়ে ব্যাপক আলোকপাত করে এবং নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এক তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।

এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহিমা সাত্তার, যিনি স্তন ক্যানসার নিয়ে তার প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী উপস্থাপনায় উপস্থিত সবাইকে গভীরভাবে আলোড়িত করেন। তার বক্তব্যে উঠে আসে নারীদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার গুরুত্ব। EKOTA Lakemba United Group এবং উপস্থিত সকলের পক্ষ থেকে ডা. ফাহিমা সাত্তারের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

এছাড়াও নারী স্বাস্থ্যের সামগ্রিক দিক নিয়ে বক্তব্য রাখেন সম্মানিত চিকিৎসক ডা. আনজুমান আহমেদ। তার বক্তব্যও শ্রোতাদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তাদেরও আন্তরিক ধন্যবাদ জানানো হয় সময় ও মেধা দিয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য। আর পুরো অনুষ্ঠানটি সাবলীল ও উষ্ণতায় ভরিয়ে উপস্থাপনা করেন সাদিয়া সাখাওয়াত, যিনি তার আত্মবিশ্বাস ও হৃদ্যতা দিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কার্ল সালেহ। তিনি EKOTA’র প্রতি তার দীর্ঘদিনের সমর্থন ও অনুপ্রেরণার কথা তুলে ধরেন এবং বলেন, “কমিউনিটির স্বাস্থ্য ও সচেতনতা বাড়াতে এমন আয়োজন অত্যন্ত জরুরি।” তার উপস্থিতি EKOTA’র প্রতি তার দায়বদ্ধতার প্রতিফলন।

EKOTA Lakemba United Group-এর প্রেসিডেন্ট ও কাউন্সিলর শেরিন আক্তার-এর নেতৃত্বে এই অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়িত হয়। তার নিঃস্বার্থ পরিশ্রম ও সামাজিক দায়বদ্ধতা EKOTA’র সকল সদস্য এবং কমিউনিটির মধ্যে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে।

অনুষ্ঠানের সফল বাস্তবায়নে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – সাখাওয়াত হোসেন বাবু, কাজী আলম, লুৎফুন্ন নেসা এবং শ্রেয়সী দাস। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আয়োজকগণ বিশেষ ধন্যবাদ জানান।

এছাড়াও, বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া-র প্রেসিডেন্ট রাহেলা আরেফিন, জনমভূমি টেলিভিশন ও আবু আরেফিন ভাই, এবং সহায়তাকারী হিসেবে থাকা ডা. মিরজাহান মজু, ডা. মাসুম, সরওয়ারুল ইসলাম, নুসরাত জাহান ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা।

EKOTA Lakemba United Group-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নারী স্বাস্থ্য সচেতনতার এই প্রয়াস ছিল শুধুমাত্র শুরু। খুব শিগগিরই তারা আয়োজন করতে যাচ্ছে “পুরুষ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি”, যা আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।

কমিউনিটির সার্বিক স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে EKOTA তাদের কাজ অব্যাহত রাখবে – এই আশা এবং অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category