সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে: প্রেস সচিব সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেড় ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৩০৩, নিখোঁজ ২৭৯ অস্ট্রেলিয়ায় দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪ আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র সিডনির সাংস্কৃতিক মঞ্চে নতুন মাত্রা—ঝলমলে আয়োজন “জলসা Night” সেই সাথে “Splash” ব‍্যান্ডের নতুন যাত্রা ৬২ বছর বয়সে বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সেন্ট মেরিজে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের গোলা ১৫০ মিটার উচ্চতায় পৌঁছে যায়

ঈদুল আজহার আনন্দে মুখর সিডনি মেমোরিয়াল ওভালে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৩০৭ Time View

নিজস্ব প্রতিবেদক, সিডনি: সিডনির ইনগেলবার্ন এলাকার মেমোরিয়াল ওভালে গত ৭ জুন শনিবার অনুষ্ঠিত হলো ঈদুল আজহার এক বৃহৎ জামাত, যার আয়োজক ছিল সাউথ ওয়েস্ট সিডনির অন্যতম প্রবাসী বাংলাদেশি সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (AMWC)। চাঁদ দেখার ভিত্তিতে দিন নির্ধারণ করে এই ঈদ উদযাপন করা হয়, যা হাজারো মুসল্লিকে একত্রিত করে এক অনন্য ধর্মীয় ও সামাজিক মিলনমেলায়।

সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন প্রায় চার সহস্রাধিক মুসল্লি। নারী, পুরুষ, শিশু—সকলেই নতুন পোশাকে, পরিবার-পরিজন নিয়ে যোগ দেন ঈদের আনন্দঘন পরিবেশে। শুধু বাংলাদেশি নয়, নানা দেশের মুসলিমদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে মেমোরিয়াল ওভাল মাঠ।

ঈদের নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর। খুতবায় তিনি বলেন,

“কোরবানি কেবল পশু জবাইয়ের আচার নয়, এটি আত্মত্যাগ, সংযম ও তাকওয়ার বাস্তব শিক্ষা। এই শিক্ষা আমাদের ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ গঠনের দিকেও মনোযোগী হতে শেখায়।”

নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা এবং নির্যাতিত মানুষের মুক্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, নিউ সাউথ ওয়েলস স্টেট এমপি আনুলাক চানটিভং, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও ইব্রাহিম খলিল মাসুদ। তাঁরা মুসলিম কমিউনিটির প্রতি শুভেচ্ছা জানান এবং বলেন,

“কমিউনিটির এমন উদ্যোগ অস্ট্রেলিয়ান সমাজে বৈচিত্র্য ও সহনশীলতার প্রতীক।”

AMWC সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারণ সম্পাদক সদিকুর খান মুন তাঁদের যৌথ বক্তব্যে বলেন,

“প্রতি বছর আমরা প্রবাসে থেকেও ঈদের পূর্ণতা বজায় রাখার চেষ্টা করি। ঈদ মানেই শুধু ধর্মীয় পালন নয়, এটি ভালবাসা, ঐক্য ও সম্প্রীতির বার্তা।”

নামাজ শেষে মুসুল্লিদের মাঝে মিষ্টি বিতরণ এবং শিশুদের উপহার প্রদান করা হয়, যা ছিল ঈদের উৎসবে বাড়তি মাত্রা।

পুরো আয়োজনে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেন স্বেচ্ছাসেবক সদস্যরা। পার্কিং, গেট ম্যানেজমেন্ট ও সারিবদ্ধ নামাজের ব্যবস্থাপনায় ছিল পরিষ্কার প্রস্তুতির ছাপ। স্থানীয় পুলিশের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

প্রবাসের মাটিতে এই ঈদ আয়োজন মুসলমানদের জন্য শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং একত্রিত হওয়ার, সংস্কৃতি ভাগাভাগি করার ও নতুন প্রজন্মকে ইসলামের মূল্যবোধ শেখানোর এক গুরুত্বপূর্ন মঞ্চ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category