অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি হিন্দু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (BHSAA) এর উদ্যোগে অত্যন্ত জমকালো পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ)।
অনুষ্ঠানে প্রায় ২৫০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী রীতিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, যেখানে রঙিন পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা বিভিন্ন চিত্রকর্ম, মুখোশ ও সজ্জাসামগ্রী হাতে নিয়ে আনন্দ উদযাপন করেন। ঢাক-ঢোলের বাদ্য, বৈশাখী গান ও রঙিন মিছিল সিডনির পরিবেশে এক অনন্য প্রাণচাঞ্চল্য এনে দেয়।
এই আয়োজনের মূল পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন বাংলাদেশি সনাতনী ছাত্রছাত্রীবৃন্দ, যারা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে প্রবাসে বাঙালি সংস্কৃতিকে জীবন্ত করে তুলেছেন। অনুষ্ঠানে বিভিন্ন সিনিয়র সদস্য ও অভিভাবকগণও উপস্থিত থেকে নতুন প্রজন্মের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উৎসাহিত করেন।
দিনব্যাপী আয়োজনের পর ছিল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে স্থান পায় নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি ও লোকজ পরিবেশনা। শিল্পীদের উপস্থাপনায় ফুটে ওঠে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্য।
সিডনির বুকে এমন প্রাণবন্ত বাংলা নববর্ষের আয়োজন শুধু প্রবাসী বাঙালিদের মধ্যকার বন্ধনকে আরো দৃঢ় করেছে তা-ই নয়, নতুন প্রজন্মের মাঝে নিজেদের শিকড়ের প্রতি ভালোবাসা ও গর্বের অনুভূতিও আরো মজবুত করেছে।
বাংলাদেশি হিন্দু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর এই সাফল্যগাথা প্রবাসী বাঙালি সমাজে নতুন আশার সঞ্চার করলো।