বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

ভারতকে বিপাকে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

মেলবোর্নে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করেছে। স্টিভ স্মিথের অনবদ্য ১৪০ রানের ইনিংস এবং প্যাট কামিন্সের মূল্যবান ৪৯ রানের মাধ্যমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে ভারত ১৬৪ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে এবং এখনো ৩১০ রানে পিছিয়ে রয়েছে।

দিনের শুরুতে অস্ট্রেলিয়া ৩১১ রানে ৬ উইকেটে খেলা শুরু করে। স্টিভ স্মিথ তার ৩৪তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন, যা তাকে ১০,০০০ টেস্ট রানের মাইলফলকের আরও কাছাকাছি নিয়ে যায়। স্মিথের সঙ্গে অধিনায়ক প্যাট কামিন্স সপ্তম উইকেটে ১১২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। কামিন্স ৪৯ রানে আউট হলেও তার ইনিংস অস্ট্রেলিয়ার রানকে আরও বড় করতে সাহায্য করে।

স্মিথ শেষ পর্যন্ত আকাশ দীপের বলে আউট হন। তার ইনিংসে ছিল অসাধারণ কিছু শট যা মেলবোর্নের দর্শকদের মুগ্ধ করেছে। ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহ ৪ উইকেট নেন এবং রবীন্দ্র জাদেজা ৩ উইকেট দখল করেন।

ভারতের ব্যাটিংও চাপে শুরু হয়। প্যাট কামিন্সের প্রথম ওভারেই রোহিত শর্মা ৩ রানে আউট হয়ে যান। তার টেস্ট ফর্ম নিয়ে এখন প্রশ্ন উঠছে। এরপর কেএল রাহুলও বেশি কিছু করতে পারেননি। তবে যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলির ১০৫ রানের পার্টনারশিপ ভারতকে কিছুটা আশা দেখায়। যশস্বী ৮২ রান করেন এবং বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিলেন। কিন্তু একটি ভুল কলের কারণে তিনি রানআউট হন। কোহলি ৩৬ রান করার পর স্কট বোল্যান্ডের দুর্দান্ত ডেলিভারিতে আউট হন।

দিনের শেষ মুহূর্তে বোল্যান্ড আবার আঘাত হানেন, আকাশ দীপকে আউট করে ভারতকে আরও চাপে ফেলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category