সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে: প্রেস সচিব সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেড় ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৩০৩, নিখোঁজ ২৭৯ অস্ট্রেলিয়ায় দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪ আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র সিডনির সাংস্কৃতিক মঞ্চে নতুন মাত্রা—ঝলমলে আয়োজন “জলসা Night” সেই সাথে “Splash” ব‍্যান্ডের নতুন যাত্রা ৬২ বছর বয়সে বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সেন্ট মেরিজে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের গোলা ১৫০ মিটার উচ্চতায় পৌঁছে যায়

সিডনিতে মহান বিজয় দিবস উদযাপন করল একুশে একাডেমী অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ Time View

গত রবিবার ২৪ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় সিডনির এ্যাশফিল্ড সিভিক সেন্টারের হল রুমে একুশে একাডেমী অস্ট্রেলিয়া স্মৃতিচারণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মহান বিজয় দিবস ২০২৪ উদ্‌যাপন করে।

সংগঠনের সভাপতি ডঃ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ (সাজু) এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এর জাতীয় সংগীত পরিবেশনা করেন একাডেমীর শিল্পী বৃন্দ। “এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা” মহান বিজয়ের এই গানটির পরিবেশনা এবং কচিকাঁচা বাচ্চাদের দেশ প্রেমের নৃত্য পরিবেশনার পর স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হয়।

আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুন মুক্তিযুদ্ধ এবং গৌরবময় বিজয়ের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। অতঃপর বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ইনার-ওয়েস্ট কাউন্সিল এর কাউন্সিলর ইযাবেলা অ্যান্টনিও এবং কামডেন কাউন্সিল এর সদ্য নির্বাচিত কাউন্সিলর এলিজা রহমান।

 

এছাড়াও স্মৃতিচারণ অনুষ্ঠানে আবদুল মতিন, ডা. লাভলী রহমান, ডঃ শাফিন রাশেদ, একুশে একাডেমী অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি নেহাল নেয়ামুল বারি, আশিস বাবলু, ড. কাইয়ুম পারভেজ, গামা আব্দুল কাদের, এবং বিশিষ্ট কলামিস্ট অজয় দাস গুপ্ত বাঙালির অহংকার মুক্তিযুদ্ধ, মহান বিজয় দিবস এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু কিশোরদের সাংস্কৃতিক সংগঠন “কিশলয়” এর সদস্যরা দেশের গান এবং নৃত্য পরিবেশন করে। সাংস্কৃতিক দম্পতি আনিসুর রহমান এবং রোকসানা রহমান দ্বৈত গান গেয়ে শোনান।

অমিয়া মতিনের পরিচালনায় একুশে একাডেমীর নিজস্ব সাংস্কৃতিক দল ‘অভিযাত্রী’র পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশন করেন অমিয়া মতিন, লিলি গোমেজ, অভিজিৎ বড়ুয়া, পিয়াসা বড়ুয়া, বেঞ্জামিন গোমেজ, জাহিদ হোসেন, বৈজয়ন্তী রেখা এবং ছায়া বিশ্বাস প্রমুখ। তবলায় সঙ্গত করেনমিঠু বর্মন।

এছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন আফসানা আহমেদ, বইজয়ন্তি রেখা এবং পড়ুয়ার আসর এর নাসরিন মোফাজ্জল। একক সঙ্গিত পরিবেশন করেন অতলান্তিক ঋদ্ধ, দিনা ইভানা, লিলি গমেজ, অভিজিৎ বড়ুয়া এবং অমিয়া মতিন।

অনুষ্ঠানে কবি, লেখক, সাংবাদিক এবং সিডনির সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সুধীজনরা অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে বেঞ্জামিন গমেজ, সফিকুল আলম শফিক, ড. আব্দুল ওহাব, মফিজুল হক, আল নোমান শামীম, শাখাওয়াত নয়ন, রাজন নন্দী, রওনক হাসান, রোকেয়া আহমেদ, ইসহাক হাফিজ এবং ন্যান্সী লীনা ব্যারেল প্রমুখ উপস্থিত ছিলেন।একুশে একাডেমীর সভাপতি ডঃ সুলতান মাহমুদ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category