শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

নবনির্বাচিত কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশের উদ্যোগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বিশাল মিলনমেলার আয়োজন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৪৫০ Time View

গত ২৪ নভেম্বর রবিবার ম্যাক্যুয়ারিফিল্ডস পার্কে ক্যাম্পবেলটাউন কাউন্সিলের নব নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভুত কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশের উদ্যোগে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির বিশাল মিলন মেলার আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে বাংলাদেশী সহ সকল কমিউনিটির প্রতিনিধি ও গন্যমান্য অতিথিদের উপস্থিতি ছিলো চোখে পরার মত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের নবনির্বাচিত মাননীয় মেয়র কাউন্সিলর ডার্সি লাউন্ড , মাননীয় নাথান হ্যাগার্টি এমপি,মেম্বার ফর ল্যাপিংটন, ক্যাম্পবেলটাউন চেম্বার এন্ড কমার্স এর প্রেসিডেন্ট শেফালী পাল, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা আজাদ,সাবেক কাউন্সিলর সাবরিন ফারুকি, সাবেক কাউন্সিলর শাহ জামান টিটু, ও কাউন্সিলর সাজেদা আক্তারসহ কমিউনিটির রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বহু সংগঠনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানের শুরুতেই কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ আগত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তিনি বলেন , “আপনাদের সবাইকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দিত এবং তিনি অভিপ্রায় ব্যক্ত করেন কমিউনিটির উন্নয়নে সবার সাথে একসাথে কাজ করার ও কমিউনিটির মধ্যে আমাদের বন্ধনকে আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।”

সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বেলা একটা থেকে অতিথিদের সমাগমে পার্কের পরিবেশ মুখরিত হয়ে উঠে।স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনায় এই মিলনমেলায় ভিন্নমাত্রা যোগ করেছে।


উক্ত অনুষ্ঠানে আগত অতিথিরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, “অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের এই মিলনমেলা নতুন প্রজন্মকে আন্দোলিত করবে ও পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করবে । ”

অনুষ্ঠানে বাংলাদেশী খাবারের পাশাপাশি ছিল গিনেজ বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডধারী কিংস কাবাবের বিশেষ সুস্বাদু খাবার। সিডনির আবহাওয়ায় তপ্ত দুপুরে বরফ ঠান্ডা কুলফি ছিলো আরেকটি বিশেষ আকর্ষণ এবং সাথে ছিলো গ্রীষ্মকালীন ফলের সমাহার।

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের নব নির্বাচিত কাউন্সিলর এবং কমিউনিটির প্রিয়মুখ আশিকুর রহমান অ্যাশ ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৬০০ অতিথিদের নিয়ে এই বিশাল মিলনমেলা আয়োজন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category