সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে: প্রেস সচিব সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেড় ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৩০৩, নিখোঁজ ২৭৯ অস্ট্রেলিয়ায় দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪ আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র সিডনির সাংস্কৃতিক মঞ্চে নতুন মাত্রা—ঝলমলে আয়োজন “জলসা Night” সেই সাথে “Splash” ব‍্যান্ডের নতুন যাত্রা ৬২ বছর বয়সে বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সেন্ট মেরিজে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের গোলা ১৫০ মিটার উচ্চতায় পৌঁছে যায়

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুড়ছে ভয়াবহ দাবানলে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ Time View

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যজুড়ে একাধিক দাবানল শুরু হয়েছে। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ দুর্যোগে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, দাবানলে এখন পর্যন্ত একটি বাড়ি ধ্বংস হয়েছে। আরও ঘরবাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে শনিবার (১৬ নভেম্বর) ৮০টি স্থানে দাবানলের সূত্রপাত ঘটে। দাবানল দমাতে শত শত দমকলকর্মীরা লড়াই করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার বিকেলে ভিক্টোরিয়ায় প্রবল বাতাস বয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দেশটির দমকল কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে দুটি স্থানে দাবানল সবচেয়ে চ্যালেঞ্জিং ও সম্ভবত বেশকিছু সময় ধরে জ্বলবে।
ভিক্টোরিয়া রাজের জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুজেন্ট বলেছেন, যে দুটি স্থানে দাবানলে ১৯০০ হেক্টরের বেশি বন পুড়ে গেছে সেখানে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তিনি বলেন, সেই এলাকায় মজুতকৃত শস্য ও কৃষির ক্ষতি হয়েছে। দমকল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জাতীয় উদ্যান থেকে সরিয়ে নেওয়া শত শত বাসিন্দাদের মধ্যে ১০ জন হাইকার রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category