শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

সিডনিতে উদ্বোধন হলো ফ্লাস মেন্স ওয়ারের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View

অস্ট্রেলিয়ার সিডনি শহরের মিন্টু মলে শুক্রবার বিকেলে বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস ফ্লাস মেন্স ওয়ারের উদ্বোধন করা হয়েছে। এসময় স্থানীয় কাউন্সিলর ব্যবসায়ী ও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফিতা কেটে ফ্লাস মেন্স ওয়ারের সপ্তম আউট লেটের শুভ উদ্বোধনের পর অতিথিদের আপ্যায়ন করা হয়।
ফ্লাস মেন্স ওয়ারের সত্ত্বাধিকারী শাহিনুল ইসলাম প্লাবন জানান, শুধু দেশেই নয় বাংলাদেশিদের গৌরবময় অর্জন রয়েছে অস্ট্রেলিয়ার পোশাক শিল্পে। রফতানি বৃদ্ধি ও বাংলাদেশী শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নতুন ধারায় তুলে ধরতে আমরা সিডনিতে ফ্লাস মেন্স ওয়ারের সপ্তম আউট লেটের উদ্বোধনের সিধান্ত নিয়েছি। পাশাপাশি প্রবাসে শুধুমাত্র বাংলাদেশি পণ্যের সম্ভাবনা ও বাজার সৃষ্টির লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।
স্থানীয় কাউন্সিলর ব্যবসায়ী ও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশি গার্মেন্টস পণ্যকে অস্ট্রেলিয়ার বাজারে ছড়িয়ে দিতে ফ্লাস মেন্স ওয়ার ব্যাপক ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category