মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২২৪ Time View

অস্ট্রেলিয়ার মেলবোর্নের মিলডোরা‘র ৩২ ডার্লিংটন প্যারেডে ১০ আগস্ট স্থানীয় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

জনি এবং শিপার সার্বিক তত্ত্বাবধানে ও রুম্মানের উপস্থাপনা এবং গান পিঠা উৎসবকে মুখরিত করে তোলে। পাশাপাশি মজার স্মৃতিচারনে অংশ নেন শামসুন, মান্নান,সানি, পিয়া, মুসা, তন্মি, সুমন, ইমরান প্রমূখ।

কলকাতার বাংগালী ডা: মৌ‘র সুরেলা কন্ঠের গান উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। আয়োজকরা জানান, এই পিঠা উৎসব মিলডোরাবাসি বাংগালি পরিবার গুলোর পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করেছে। পিঠা উৎসবে ড্রেস কোড ছিলো ছেলেদের সবুজ পাঞ্জাবি ও মেয়েদের কমলা রঙ এর জামা, শাড়ি।

মিলডোরা থেকে ডা নাজমুল হক মজুমদার সোহেল জানান, এখানে আসার আগে শুধু জানতাম কয়েকটি বাংগালী পরিবারের বাস আছে এই শহরে। কিন্তু জানা ছিলো না তারা কতটা উৎসব প্রিয় আলোকিত মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category