বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

মোদির শপথ গ্রহণের তারিখ পেছাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২০৭ Time View

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৮ জুন শপথ নেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির। তবে সেই তারিখ এখন একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী রোববার (৯ জুন) সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

বৃহস্পতিবার (৬ জুন) ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের বদলে মোদি পরেরদিন রোববার সন্ধ্যায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এদিকে, দেশটির লোকসভা নির্বাচনে বিজেপি একক দল হিসাবে পেয়েছে ২৪০ আসন। কিন্তু, সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে পারবে না। তাই সরকার গঠনের জন্য জোটের ওপর নির্ভর করতে হবে বিজেপিকে।

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মোট ২৯৩ আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী কংগ্রেস পেয়েছে ৯৯ আসন। কংগ্রেসের ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ২৩৩ আসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category