বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

সিডনিতে বুড্ডিস্ট সোসাইটির বুদ্ধ পূর্ণিমা উদযাপনঃ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৫৭৯ Time View
গতকাল ২৬মে সিডনির গ্লেনফিল্ড কম্যুনিটি হলে বাংলাদেশ অস্ট্রেলিয়া বুড্ডিস্ট সোসাইটি কর্তৃক আয়োজন করা হয় বুদ্ধ পূর্ণিমা উদযাপন। বাবু ডালিম বড়ুয়ার পরিচালনায় মঙ্গলাচরন সহ ত্রিরত্নকে বন্দনা করে পঞ্চশীল গ্রহন করে পুন্যার্থীরা।
৩টি অষ্টপরিষ্কার দান করেন ডালিম বড়ুয়া, জ্যোতিলক্ষ্য বড়ুয়া এবং প্রীজা দেওয়ান।
গতকাল বুদ্ধ পূর্ণিমা উদযাপন এর পাশাপাশি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির প্রতিষ্ঠাকল্পে স্থায়ী জমি ক্রয়ের জন্য তহবিল সংগ্রহ করা। বিগত বছরগুলোতে এর সাথে অনেকে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গতকাল ও প্রতিশ্রুতিপ্রদানসহ অনেকে এই প্রকল্পে এগিয়ে এসেছেন। শ্রদ্ধেয় ছেয়াদ আদিচ্চা মহাথেরকে পিন্ডদানের মাধ্যমে মধ্যাহ্ন ভোজের বিরতি ঘোষণা করা হয়। এইসময় অংশগ্রহণকারীরা নিজেদের তৈরী খাবার মধ্যাহ্নভোজে সবার সাথে ভাগ করে নেন।
আবারো মংগলাচরণের মাধ্যমে দ্বিতীয় পর্বের শুভ সূচনা করে দ্বিতীয় প্রজন্মের শিশুরা ; সৌমেন, ঋদ্ধিমান, সুষ্মিত।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অস্ট্রেলিয়া বুড্ডিস্ট সোসাইটির সভাপতি বাবু উদয় শংকর বড়ুয়া। অনুষ্ঠানের  আকর্ষণ ছিল ৩০জন শিশু কিশোর এর বৈশাখী পূর্ণিমার গাথা আবৃত্তি। এই গাথায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণের ত্রিস্মৃতিচারণ করা হয়। এই অংশগ্রহণকারী সকল শিশু কিশোরকে উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ অস্ট্রেলিয়া বুড্ডিস্ট সোসাইটির পক্ষ থেকে সার্টিফিকেটসহ সৌজন্য উপহারের ব্যবস্থা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিরা বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য আলোচনা করে বক্তব্য রাখেন। এরপর আগত পুন্যার্থীদের উদ্দেশ্যে ছেয়াদ আদিচ্চা মহাথের সদ্ধর্ম দেশনা করেন। পরিশেষে সমবেত কন্ঠে ধর্মীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্ব পরিচালনায় ছিলেন স্বদেশ বড়ুয়া এবং বনশ্রী চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category