সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

সিডনিতে গানে গানে জোছনা সিজন ৪ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৭ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে গানে গানে জোছনা সিজন ৪ অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যায় ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে সিডনির সাংষ্কৃতিক অঙ্গনের জনপ্রিয় গানের জুটি আতিক হেলাল ও আফরিনা মিতার গানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত সংগীত পর্বটি উপমহাদেশের সেরা শিল্পীদের জনপ্রিয় বাংলা ও হিন্দী গান, গজল এবং ব্যান্ডের গানের সমন্বয়ে সাজানো হয়েছিল।

চ্যানেল আই বিজয়ী সংগীত শিল্পী মেহেদী হাসানের সঞ্চালনায় একক ও যৌথভাবে আতিক হেলাল ও আফরিনা মিতা সর্বমোট ৩২ টি জনপ্রিয় গান পরিবেশন করে হল ভর্তি দর্শক শ্রোতাদের সুরের বন্যায় মাতিয়ে রাখেন।

দ্বিতীয় পর্বে আতিক হেলাল তার স্ত্রী আফরিনা মিতার জন্মদিন উপলক্ষে জন্মদিনের গান গাইলে তাদের সন্তানরা মোমবাতি প্রজ্জ্বলিত একটি কেক নিয়ে মঞ্চে এসে দর্শকের সাথে মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

সিডনির জনপ্রিয় এই সংগীত দম্পতির সাথে বরাবরের মত যন্ত্র সংগীতে সঙ্গত দেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কি-বোর্ডিষ্ট রাজীব আহমেদ, স্যাক্সফোন বাদক ও মিউজিশিয়ান পাভেল। অনুষ্ঠানে আরো ছিলেন সিডনির তবলা বাদক অভিজিৎ দান, লীড গিটার চাঁদ, বেজ গিটারে খালিদ, ড্রামে শাহরিয়ার।
অনুষ্ঠানে শব্দ নিয়ন্ত্রণে ছিলেন আত্ত্বাবুর রহমান এবং সহযোগীতায় ছিলেন এ্যাশ।
নানা রকম মুখরোচক খাবারের স্টল নিয়ে বাংলাদেশী “রেস্টুরেন্ট মেজবান” অনুষ্ঠান প্রাঙ্গনে উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category