প্রবাসী বাঙালিদের বহুল প্রতীক্ষিত আনন্দ আয়োজন ‘ঝিঝিপোকা ৪র্থ পর্ব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬। ভালোবাসা দিবস ও ফাল্গুনের রঙিন আবহ সেই সাথে ঈদকে কেন্দ্র করে এই বিশেষ আয়োজন বসবে Ron Moore Community Centre-এ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শক ও অংশগ্রহণকারীদের ভালোবাসা ও আগ্রহকে সঙ্গী করেই আবারও ফিরে আসছে ঝিঝিপোকা। দিনভর এই আয়োজনে থাকবে গান, গল্প, আড্ডা, খাওয়া-দাওয়া, কেনাকাটা, বাচ্চাদের জন্য আলাদা কর্নার এবং প্রিয়জনের সঙ্গে স্মরণীয় মুহূর্ত ধরে রাখার জন্য ছবি তোলার বিশেষ সুযোগ।
ফাল্গুনের লাল-হলুদের সাজে সেজে সকাল সকাল পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে টিম ঝিঝিপোকা। আয়োজকদের মতে, অংশগ্রহণকারীদের উপস্থিতিতেই এই উৎসবের পূর্ণতা—তাদের ছাড়া ঝিঝিপোকা যেন অসম্পূর্ণ।
প্রবাসে থেকেও বাঙালিয়ানা, ভালোবাসা আর উৎসবের আবহ একসঙ্গে উপভোগ করার জন্য এই আয়োজন হতে যাচ্ছে এক আনন্দময় মিলনমেলা।