শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিডনি প্রবাসী বাংলাদেশী কমিউনিটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজন করলেন শোকসভা ও গায়েবানা জানাজা একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই নতুন বছর শুরুতেই ভয়ানক ট্র্যাজেডি: Crans-Montana বারে আগুন, প্রায় ৪০ জন নিহত, ১১৫ আহত রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জন নিহত নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা সৈকতে হামলার পর কড়া নিরাপত্তায় অষ্ট্রেলিয়ায় বর্ষবরণ বাংলাদেশ খৃষ্টান ফেলোশিপ অফ অস্ট্রেলিয়ার  বড়দিন উদযাপন  লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সিডনি প্রবাসী বাংলাদেশী কমিউনিটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজন করলেন শোকসভা ও গায়েবানা জানাজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭ Time View

সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে নেমেছে গভীর শোকের ছায়া। বাংলাদেশের গণতন্ত্রের অটল নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে, প্রবাসী কমিউনিটি তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে। দেশের বাইরে থেকেও দেশের মানুষকে নেতৃত্ব ও আদর্শ দিয়ে অনুপ্রাণিত করা এই নেত্রীকে স্মরণে সার্বজনীন কমিউনিটি অস্ট্রেলিয়া আয়োজন করেছে শোকসভা ও গায়েবানা জানাজার মাধ্যমে।

সিডনির লাকেম্বা রেলওয়ে প্যারেডে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে দেশনেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তাঁর অবিচল সংগ্রাম এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অমোঘ অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়, যার সাহসিকতা, দৃঢ়তা ও ত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

শ্রদ্ধা ও দোয়ার এই মঞ্চে আহ্বায়ক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ নেতৃত্ব দেন। বক্তব্য রাখেন মনিরুল হক জর্জ (সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন), সাংবাদিক সোহরাব হোসেন, রাজনীতিবিদ লিয়াকত আলী স্বপন, বীর মুক্তিযোদ্ধা কায়সার আহম্মেদ, রুহুল আহম্মেদ সওদাগর, ড. ফয়সাল কবির শুভ, প্রকৌশলী সোহেল ইকবাল মাহমুদ, একেএম ফজুলল হক শফিক, সাংবাদিক আসলাম মোল্লা, তারেক উল ইসলাম, প্রমিথিউস সিদ্দিকী, সাংবাদিক আরিফুর রহমান খাদেমসহ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল সঞ্চালনা করেন এএনএম মাসুম ও জাকির আলম লেলিন। প্রবাসী নেতারা উপস্থিত থাকেন—আলমগীর ইসলাম বাবু, ডা. আব্দুল ওহাব বকুল, বেলাল হোসেন ঢালী, আজাদ কামরুল হাসান, ইরফান খান, আশরাফুল আলম রনি, এসএম খালেদ, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, রায়হান হাসনাত, ড. মাসুদ পাভেজ রানা, তাসলিমা কবির, ফসিউল আলম জামাল, যোসেফ সূধন ক্রুজসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

শোকসভা ও গায়েবানা জানাজার মধ্য দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হয়, যেন দেশের এই অসামান্য নেত্রী শান্তিতে বিশ্রাম পান এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসে স্থায়ী স্থান লাভ করান।

প্রবাসী নেতৃবৃন্দ মনে করান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেশের বাইরে থেকেও অম্লান থাকবে। তাঁর আদর্শ, ত্যাগ এবং স্মৃতি চিরকাল প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে জীবন্ত হয়ে থাকবে, প্রেরণা হয়ে উজ্জীবিত করবে নতুন প্রজন্মকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category