সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

সিডনিতে বিএনপির উদ্যোগে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯ Time View

অস্ট্রেলিয়ার সিডনীর লাকেম্বা লাইব্রেরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখার আয়োজনে বাংলাদেশের ৫৫ তম মহান বিজয় দিবস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সালের গণভূত্থান পর্যন্ত প্রতিটি গণতন্ত্রকামী আন্দোলনে শহীদদের স্মরণ, মুক্তিযুদ্ধের সহ-সর্বাধিকানায়ক একে খন্দকার, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সুদানে নিহত ৬ সেনাকর্মকর্তা, অস্ট্রেলিয়া বিএনপি সিনিয়র সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীনের মায়ের ইন্তেকালে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে ইনকিলাব মঞ্চের অকুতোভয় মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার (২১ ডিসেম্বর) বাদ আছর অনুষ্ঠিত এ গায়েবানা জানাজায় ইমামতিত্ব করেন অস্ট্রেলিয়ার উলামা ফাউন্ডেশনের সমন্বয়ক এবং ইসলামিক কালচার প্রোপাগেশন সেন্টারের সভাপতি মাওলানা মুহাম্মদ ফেরদৌস আলম।

অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলাম গায়েবানা জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ শরিফ ওসমান হাদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সম্মুখ সারির যোদ্ধা হিসেবে উল্লেখ করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। একই সাথে তিনি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব গণতান্ত্রিক ও অধিকার আদায়ের সংগ্রামে হাদি যুগ যুগ ধরে প্রেরণার অনির্বাণ শিখা হিসেবে বেঁচে থাকবেন। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরেই ইনকিলাব মঞ্চের হাদীকে গুলি করে হত্যা করা ইলেকশনকে বানচাল করার নীল নকশার অংশ ছিল। খুনীদের উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে ঘোষিত তফসিলের দিনেই নির্বাচন হতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে।

জানাজায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি সেলিম লোকিয়ত, মোবারক হোসেন, সিনিয়র যুগ্ন-সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ন সম্পাদক সামাদ শিবলু, কোষাধ্যক্ষ কে.এম. মঞ্জুরুল হক আলমগীর, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ, অস্ট্রেলিয়া বিএনপির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু, যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান তুহিন, যুগ্ন আহ্বায়ক খাজা দাউদ হোসেন, মুরাদ হোসেন, অস্ট্রেলিয়া বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা আবিদা সুলতানা, সহ-দপ্তর সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেএডসিএফ অস্ট্রেলিয়া মহাদেশ শাখার সদস্য সচিব মো: বাদশা বুলবুল, মফিজুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক দল নিউ সাউথ ওয়েলস শাখার আহ্বায়ক মিঠু বেপারী, বিএনপি নেতা মোবারক মিয়া, রায়হান তালুকদার, রানা শেখ, সাজেদুর রহমান, মোহাম্মদ আলী, আবুল হোসেন, আবুল হোসেন, আব্দুল হাকিম, মজিবুর রহমান, নুরুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category