তাসমানিয়ার পূর্বাঞ্চলে আবারও দাউ দাউ করে জ্বলছে দাবানল । সেন্ট হেলেন্সের কাছে সমুদ্রতীরবর্তী ছোট্ট কমিউনিটি স্টিগলিটজে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ধ্বংস হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার সকাল ১০টায় (স্থানীয় সময়) তাসমানিয়া ফায়ার সার্ভিস জরুরি সতর্কবার্তায় এলাকাবাসীকে “তৎক্ষণাৎ সরে যাওয়ার” নির্দেশ দেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে, এবং “যে কোনও সময় প্রাণহানির ঝুঁকি দেখা দিতে পারে, বাড়িঘর ধ্বংস হতে পারে।” পরিস্থিতি অত্যন্ত অস্থির হওয়ায় আগুনের দিক ও তীব্রতা দ্রুত বদলে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

স্টিগলিটজ এলাকায় মঙ্গলবার থেকে আগুনের সূত্রপাত হলেও বুধবার সকালে তা দ্রুত তীব্র আকার ধারণ করে। এলাকায় দমকলকর্মীরা জীবন বাজি রেখে আগুন মোকাবিলা করছেন।
এদিকে ডায়ানাস বেসিন, ফ্ল্যাগস্টাফ ও আশপাশের অঞ্চলের জন্য বুশফায়ার ওয়াচ অ্যান্ড অ্যাক্ট জারি রয়েছে। কর্তৃপক্ষ বলছে, এখনই নিরাপদ স্থানে সরে যাওয়াই জীবন রক্ষার সর্বোত্তম উপায়।
এর আগে মাত্র এক সপ্তাহও পেরোয়নি গত সপ্তাহে ডলফিন স্যান্ডস শহরে বুশফায়ারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাসমানিয়া ফায়ার সার্ভিস কমিশনার নিশ্চিত করেছেন, সেখানে ১৯টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রায় ৭০০ হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে দু’জন দমকলকর্মী আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
বর্তমানে সেন্ট হেলেন্স ও স্টিগলিটজে পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে, এবং জরুরি সেবাদাতা সংস্থাগুলো দ্রুততম সময়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।