অস্ট্রেলিয়ার সিডনিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অজি এনএসউয়ারস অ্যাসোসিয়েশন ইনক এর উদ্যোগে এনএসইউ এল্যুমনাই নাইট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । গত ২২ নভেম্বর (শনিবার) ক্যান্টারবারি লীগ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজ-এর সম্মানিত সদস্য ও সাবেক চেয়ারম্যান, ড. হাসানুজ্জামান সোহেল, সহকারী পরিচালক, অফিস অফ এক্সটারনাল অ্যাফেয়ারস। এসময় অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রায় ৭০ জন এনএসইউ গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে এল্যুমনাই আইডি কার্ড প্রদান করা হয়।
সন্ধ্যার সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করে জনপ্রিয় ব্যান্ড “The Crew”। এছাড়াও ছিল আকর্ষণীয় গেম-শো, শিশুদের আবৃত্তি এবং উচ্ছ্বাসভরা র্যাফেল ড্র, যেখানে ছিল নানা মূল্যবান উপহার। পরিবার-পরিজনসহ প্রবাসী এনএসইউ শিক্ষার্থীরা এ আনন্দ আয়োজন উপভোগ করেন।