সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে: প্রেস সচিব সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেড় ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৩০৩, নিখোঁজ ২৭৯ অস্ট্রেলিয়ায় দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪ আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র সিডনির সাংস্কৃতিক মঞ্চে নতুন মাত্রা—ঝলমলে আয়োজন “জলসা Night” সেই সাথে “Splash” ব‍্যান্ডের নতুন যাত্রা ৬২ বছর বয়সে বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সেন্ট মেরিজে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের গোলা ১৫০ মিটার উচ্চতায় পৌঁছে যায়

দেড় ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

রাজধানীর চকবাজারে দুটি ভবনে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নেভানোর কাজে লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট নিয়োজিত ছিল। ইউনিটগুলোর দ্রুত প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তকারী দল এ বিষয়ে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, চকবাজারে মূলত দুটি ভবনে আগুন লেগেছিল। প্রথম ভবনটি তিনতলা বিশিষ্ট। এর মধ্যে নিচ তলা ডালের গোডাউন ও মিল, দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন আর তৃতীয় তলায় লাগেজ ফিটিংস কারখানা। আর দ্বিতীয় ভবনটি দুই তলা বিশিষ্ট। এই ভবনের নিচ তলায় ওয়ার্কশপ ও দ্বিতীয় তলায় অফিস।

এর আগে বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, পরে আরও তিনটি ইউনিট পৌঁছায়।

একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ৬ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category