শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সুদানে সহিংসতা থেকে পালাতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন শত শত শিশু খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল হংকংয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৮, এখনও নিখোঁজ ২০০ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে খুব শিগগিরই দেশে প্রত্যর্পণ করা হবে আট বছর পর জিম্বাবুয়েতে খেলবে অস্ট্রেলিয়া গানের ঝরনাতলায়’ প্রতীতির শ্রোতার আসর: দুই পর্বে আবেগ ও সুরের মেলবন্ধন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪

হংকংয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৮, এখনও নিখোঁজ ২০০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

হংকংয়ে আবাসিক এলাকার একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ১২৮ জন নিহতদের তথ্য নিশ্চিত করেছে। ভবনগুলোর ভেতরে আরও ১৬ জনের মরদেহ আছে বলে ধারণা করা হচ্ছে এবং এখনও ২০০ জনের খোঁজ পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে একজন ফায়ার ফাইটার রয়েছেন। ১১ জন ফায়ার ফাইটারসহ আহতের সংখ্যা ৭৯ জন। শুক্রবারও (২৮ নভেম্বর) উদ্ধার অভিযান চলছে, তবে সাহায্যের জন্য আসা ২৫টি অনুরোধে এখনো সাড়া দেওয়া সম্ভব হয়নি।

গত বুধবার তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকার কয়েকটি বহুতল ভবনে আগুন লাগে। ২০২৪ সালের জুলাই থেকে সংস্কার কাজ চলছিল এমন আটটি আবাসিক ব্লকের চারপাশে থাকা বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কার কাজে ব্যবহৃত অত্যন্ত দাহ্য উপাদান আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ। প্রশাসন আগুনের সূত্রপাত খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

সংস্কার কাজের সঙ্গে জড়িত কোম্পানির পরামর্শদাতা প্রতিষ্ঠান উইল পাওয়ার আর্কিটেক্টসের দুই পরিচালককে হংকংয়ের স্বাধীন দুর্নীতি দমন কমিশন শুক্রবার গ্রেপ্তার করেছে।

এই ঘটনার অবহেলাজনিত হত্যা মামলায় এর আগে সংস্কারকারী প্রতিষ্ঠান প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেপ্তার হন। প্রায় ৩৩০ মিলিয়ন হংকং ডলারের এই সংস্কার কাজে দুর্নীতির অভিযোগেরও তদন্ত শুরু করেছে কমিশন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category