সিডনির রাউস হিলে সোমবার বিকেলে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আইরনবার্ক রিজ পাবলিক স্কুলের পিছনের ঝোপঝাড় ঘেরা পথ থেকে এক কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৭ বছর বয়সী ওই কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিকাল নাগাদ জরুরি পরিষেবাগুলি ঘটনাস্থলে পৌঁছায়; সেখানে তার পায়ে গভীর ছুরির আঘাতের চিহ্ন পাওয়া যায়। দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন অ্যাম্বুলেন্স কর্মীরা।
ডিটেকটিভ ও ফরেনসিক টিম দীর্ঘ সময় ধরে স্কুলের পেছনের এলাকা ঘিরে রাখে। সন্দেহভাজন অস্ত্র, পদচিহ্ন এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে সূত্র খুঁজে পেতে বিস্তৃত অনুসন্ধান চালানো হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ করছিলেন।
তথ্য সূত্রে জানান হয় যে দুই কিশোরকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা গেছে। তাদের একজনের পরনে ছিল স্কুল ইউনিফর্ম। এই তথ্য পুলিশের তদন্তকে আরও জটিল করে তুলেছে, বিশেষ করে ঘটনার সময় স্কুলের নিকটবর্তী এলাকায় শিক্ষার্থীদের যাতায়াত থাকায়।
নিউ সাউথ ওয়েলস পুলিশ একটি ব্যাপক ক্রাইম সিন গঠন করেছে। সম্ভাব্য প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা এবং আশপাশের CCTV ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।