শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২ Time View

দিনাজপুর সদর উপজেলায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের খোসালপুর (গম গবেষণা কেন্দ্র সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ৪ জন। এ ঘটনায় দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার দুইপাশে কয়েকশ গাড়ি আটকা পড়েছে।

নিহতরা হলেন, চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫), সদর উপজেলার খানপুর কুতৈর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)। সম্পর্কে তারা দুইজনে নানি-নাতনি। এ ঘটনায় নিহত অপর দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খোসালপুর এলাকার চা দোকানি কামাল হোসেন বলেন, রোববার দুপুরে বীরগঞ্জ থেকে বাসটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ইজিবাইকটি আসছিল। খোসালপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইক থেকে কয়েকজন যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে বাসটি তাদেরকে চাপা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করে। ঘটনাস্থলেই তিনজনের নিহত হয়েছেন। অপরজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ইজিবাইকে থাকা মকবুল হোসেন (৭৯) বলেন, পরিবারের সবাইকে নিয়ে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন। তাদের বাড়ি সদর উপজেলার খানপুর গ্রামে। গম গবেষণা কেন্দ্রের অফিস পার হওয়ার পরে সামনে থেকে একটি বাস এলোমেলোভাবে এসে ইজিবাইকে ধাক্কা মারে। এরপর কি হয়েছে কিছু বলতে পারছি না।

দিনাজপুর হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে তিনজনের মরদেহ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মারা যাওয়ার কথা শুনেছি। স্থানীয়রা বাসটিকে আটকে ফেলে। তবে গাড়ির চালক ও তার সহকারী পলাতক রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category