রাজধানী জুড়ে ছড়িয়ে পড়েছে অজানা এক আতঙ্ক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপসানালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ করে আতঙ্ক ছড়াচ্ছে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, বসানো হয়েছে চেকপোষ্ট।
দেশের সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে রেলস্টেশন, বাস টার্মিনাল, মার্কেট, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি-বেসরকারি স্থাপনায় দেখা গেছে পুলিশের বাড়তি তৎপরতা।
বুধবার (১৩ নভেম্বর) ভোর থেকেই রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, পল্টন, মতিঝিল, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা গেছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ভোর থেকে রাজধানীতে তেমন যান চলাচল নেই। কর্মব্যস্ত দিন হলেও সড়ক অনেকটাই ফাঁকা। সাধারণ মানুষের মনে অজানা আতঙ্ক, কখন কি ঘটে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিনের চেয়ে আজকে ভোর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোন ধরনের পরিস্থিতিতে তারা প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা টহল বাড়িয়েছে। তবে, নগরবাসী আতঙ্কিত না হয়ে তাদের সহায়তায় এগিয়ে আসতে আহবান জানিয়েছে পুলিশ।