শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

বুলগেরিয়ায় পুলিশের ধাওয়ার সময় ৬ অভিবাসী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪ Time View

বুলগেরিয়ার কৃষ্ণ সাগরের শহর বুর্গাসের কাছে পুলিশের ধাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার ছয় অভিবাসী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বুলগেরিয়ান নিউজ এজেন্সি (বিটিএ) জানিয়েছে, বৃহস্পতিবারের এ ঘটনায় আরও চার জন আহত হন।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাতের দিকে রোমানিয়ান-নিবন্ধিত একটি মাইক্রোবাস ১০ জন যাত্রী বহন করছিল। গাড়িটি একটি চেকপয়েন্ট এড়িয়ে যায় এবং ধরা পড়া এড়াতে দ্রুত চালাতে থাকে।

এরপর দুর্ঘটনার কবলে পড়লে গাড়িটির রোমানিয়ান চালক এবং তিন জন বেঁচে থাকা অভিবাসীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে ঘটনাস্থলেই ছয় জন মারা যান।

বুলগেরিয়ান নিউজ এজেন্সি দুর্ঘটনার বিস্তারিত বিবরণ জানায়নি। তবে প্রতিবেদনে বলা হয়, বেঁচে যাওয়া অভিবাসীরা আফগানিস্তানের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

বলকান দেশগুলো ২০১৫ সাল থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকা থেকে পালিয়ে ইউরোপীয় ইউনিয়নে আসা শরণার্থী এবং অভিবাসীদের জন্য প্রধান ট্রানজিট রুট হয়ে উঠেছে। অনেকে তাদের সাহায্য করার জন্য চোরাচালান নেটওয়ার্ক ব্যবহার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category