যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিলে মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউনাইটেড পার্সেল সার্ভিসের (ইউপিএস) একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত ৭ জন নিহতের পাশাপাশি অন্তত ১১ জন আহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার(৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে তিনজন ক্রু ছিলেন বলে জানিয়েছে ইউপিএস। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিডিওটি (দুর্ঘটনার) দেখে আমরা সবাই তাদের নিয়ে খুব চিন্তিত।’
বিমানটি লুইভিল থেকে হাওয়াইয়ের হনলুলুর ড্যানিয়েল কে. ইনোয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ম্যাকডনেল ডগলাস এমডি-১১ মডেলের এই মালবাহী বিমানটি বিমানবন্দর থেকে প্রায় তিন মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়।