বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

ঈদের নাটকে চলচ্চিত্রের দুই শিল্পী

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২২৮ Time View

এ প্রজন্মের চিত্রনায়ক আশিক চৌধুরী ও চিত্রনায়িকা মৌমিতা মৌ চলচ্চিত্রের পাশাপাশি এখন ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন। তারা ব্যস্ত আছেন আসন্ন ঈদুল ফিতরের নাটকের শুটিংয়ে। সম্প্রতি আশিক-মৌমিতা জুটি হয়ে অভিনয় করেছেন ‘বিবাহ ক্যাচাল’ নামের ঈদের বিশেষ সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে। ড.শেখ মহ: রেজাউল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জীব চন্দ্র দাস।

নাটকটি প্রসঙ্গে আশিক-মৌমিতা বলেন, ‘বিবাহ ক্যাচাল’ কমেডি ঘরানার নাটক। দর্শক বিনোদিত হবে। পাশাপাশি গল্পে বার্তা আছে। আশা করছি, নাটকটি প্রচার হলে সবার ভালো লাগবে।

নির্মাতা সঞ্জীব দাস জানান, ‘বিবাহ ক্যাচাল’ নাটকটি একটি পারিবারিক ও সামাজিক গল্পে নির্মিত হয়েছে। সাধারণত আজকাল পারিবারিক মূল্যবোধ প্রায় ধ্বংসের পথে। এই নাটকে আমরা আমাদের সমাজের প্রচলিত পারিবারিক মূলবোধ তুলে ধরার চেষ্টা করেছি। আশা করেছি, নাটকটি দেখে দর্শকের ভালো লাগবে। দর্শক কমেডি এবং রোমান্টিক গল্প দেখতে দেখতে আমাদের সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হতে পারবেন। নাটকটি ঈদে একটু বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

নাটকটিতে আরো অভিনয় করেছেন অপু আহমেদ, স্বর্না বিশ্বাস, হান্নান শেলি, আমিন আজাদ, ড শেখ, মহ:রেজাউল ইসলাম, শেখ স্বপ্না, বাপ্পাদ্বীপ রায়, বাদল, বিটলু শামীম, রাজা হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category