শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

এ-বি স্ট্রিট লাইব্রেরীর ১৮ তম শাখার উদ্বোধন সিডনির ওরান পার্কেঃ এবারের থিম ‘The Lorax’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

গত ২ নভেম্বর (রবিবার) বিকেলের শেষ প্রহরে দক্ষিণ-পশ্চিম সিডনির ওরান পার্কে অনুষ্ঠিত হলো এক অনন্য, রঙিন ও আনন্দময় আয়োজন— A-B Street Library Inc.-এর ১৮তম স্ট্রিট লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠান। জনপ্রিয় শিশুতোষ গল্প “The Lorax”-এর থিমে সাজানো এই লাইব্রেরীটি এখন ক্যামডেন অঞ্চলের নতুন সাংস্কৃতিক আকর্ষণ।

ওরান পার্কের ২১ মরিস স্ট্রিটে স্থাপিত এই লাইব্রেরীটি তৈরি করেছেন ম্যাকুয়ারি ফিল্ডস মেন্স শেডের স্বেচ্ছাসেবক দল, পরিবেশবান্ধব পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে। আর এটিকে জীবন্ত করে তুলেছে আল-ফয়সাল কলেজ ক্যাম্পবেলটাউনের দুই প্রতিভাবান ছাত্রী — আনোশা উমার ও আরিজ ওয়াকার। উদ্বোধনী অনুষ্ঠানে তাদের গর্বিত পরিবারসহ কলেজের পক্ষে উপস্থিত ছিলেন মিস জোয়ান খান, যিনি শিক্ষার্থীদের এই অসাধারণ অবদানকে গর্বের সঙ্গে তুলে ধরেন।
অনুষ্ঠানের সাইট স্পনসর ও হোস্ট ছিলেন ক্যাম্পবেলটন পুলিশ কমান্ড এর মল্টিকিউচারাল লিয়াজন অফিসার রোজমেরি কারিউকি OAM, যিনি তার অনুপ্রেরণাদায়ক বক্তব্য ও উষ্ণ আতিথেয়তায় সকলের মন জয় করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর এলিজা আজাদ রহমান ও কাউন্সিলর ড. আবা সুরি (ক্যামডেন কাউন্সিল), নাদিম আহমেদ (সভাপতি, Indians in Sydney), দীপা নায়ার (সভাপতি, World Malayalee Council – Sydney Province), প্রকাশক -লেখক জেনি মার্শল্যান্ড, স্থানীয় লেখক গ্লেন কসার ও মিনা স্কানদারি, ট্যাম রহমান, সিইও, Digi Tech Lab এবং সিকান্দারি ফাউন্ডেশনের পরিচালক মিনা সিকান্দারি ছাড়াও পাড়া প্রতিবেশী সহ অন্যান্য সাবার্ব থেকে অনেকে যোগ দেন ।


ফটোগ্রাফিতে সহযোগিতা করেন লাইব্রেরীর ভলান্টিয়ার জুই সেন পল এবং অর্ণব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, যিনি তার প্রাণবন্ত উপস্থাপনায় বিকেলটিকে আরও উৎসবমুখর করে তোলেন।
কাউন্সিলর এলিজা আজাদ রহমান তার বক্তব্যে বলেন,“বই নিন, বই দিন — সেই সাথে সত্যকে খুঁজুন! এ-বি স্ট্রিট লাইব্রেরী কেবল পাঠাভ্যাস নয়, বরং সত্য, সচেতনতা ও সামাজিক সংযোগের প্রতীক।”


এ-বি স্ট্রিট লাইব্রেরীর সভাপতি কামাল পাশা অনুষ্ঠানের শেষে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“প্রতিটি নতুন লাইব্রেরী জ্ঞানের এক একটি প্রদীপ। বইয়ের মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সবাই পড়বে, শিখবে, আর একে অপরের সঙ্গে যুক্ত হবে।”
এই লাইব্রেরীটি শুধুমাত্র বই বিনিময়ের জায়গা নয় — এটি বন্ধুত্ব, শেখা ও গল্প ভাগাভাগির এক উন্মুক্ত পরিসর। শিশুরা এবং পরিবারের সক্রিয় অংশগ্রহণে “The Lorax” থিমটি যেন বাস্তব রূপ পায়, আনন্দে ভরে ওঠে রবিবার বিকেলের সেই মুহূর্তগুলো।
কোভিড লকডাউনের কঠিন সময়ে, যখন চারপাশের সব কাউন্সিল লাইব্রেরী বন্ধ ছিল, তখনই একদল তরুণ স্বপ্নদ্রষ্টার হাতে জন্ম নেয় এ-বি স্ট্রিট লাইব্রেরী।আজ সেটি পরিণত হয়েছে এক বৃহৎ কমিউনিটি আন্দোলনে— ম্যাকআর্থার, ইনগেলবার্ন, মিন্টো, এয়ার্ডস, ক্যাম্পবেলটাউন ও ক্যামডেন জুড়ে এখন ২০ টিরও বেশি স্ট্রিট লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
প্রতিটি লাইব্রেরী স্থানীয় বাসিন্দা ও শিশুদের বইয়ের প্রতি আগ্রহী করার পাশাপাশি গড়ে তুলেছে এক বাতিক্রমধর্মী সামাজিক মাধ্যম ।
আপনিও হতে পারেন এই চমৎকার কর্মসূচির একজন। একটি লাইব্রেরীর গর্বিত মালিক হতে চাইলে অথবা এই কর্মসূচির সাথে যুক্ত হতে চাইলে যোগাযোগ করতে পারেন কামাল পাশা ( ০৪৩০০১২৫৫৯) অথবা অ্যাশ রহমানের (০৪৩৩৫০৯৮৫২) সাথে । যুক্ত হতে পারেন ফেস বুকের মাধ্যমেও । আমাদের ফেস বুকের ঠিকানা- FB/AB Street Library

Please Share This Post in Your Social Media

More News Of This Category