অস্ট্রেলিয়ার ডারউইনে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি ছাত্র নাসিম বাহাদুর (২৭) নিহত হয়েছেন। গত বছর সেপ্টেম্বরে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় আসেন এবং বর্তমানে CIM (College of Information and Management)-এ মাস্টার্স অফ আইটি প্রোগ্রামের ছাত্র ছিলেন।
নাসিম বন্ধুদের সঙ্গে Durack Heights এলাকায় বসবাস করতেন। গত সপ্তাহান্তে তিনি হাইওয়ের বাইপাস রোড দিয়ে ডানপাশ ধরে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নর্দান টেরিটরি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু হয়েছিল, তবে চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে ডারউইন হাসপাতালে রাখা হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
নাসিমের মৃত্যুসংবাদে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধু ও সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।