অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেড (AFERMB) আয়োজিত এই মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ৮ নভেম্বর ২০২৫, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত, সিডনির প্রাণকেন্দ্র অরিয়ন ফাংশন সেন্টারে (১৫৫ বিমিশ স্ট্রিট, ক্যাম্পসি NSW ২১৯৪)।
এবারের বিজয়া সম্মিলনী হবে একেবারে ধামাকা আয়োজন।থাকছে স্থানীয় ও প্রবাসী শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, সঙ্গে সঙ্গীতের জাদুতে মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী শিথি সাহা।

দর্শকদের জন্য রয়েছে ফ্রি পার্কিং, আর মাত্র ১০ ডলারের টিকিটে উপভোগ করা যাবে সম্পূর্ণ অনুষ্ঠান সঙ্গে স্ন্যাকস ইনক্লুডেড!
এই উৎসবের মূল বার্তা, “অসুরের বিনাশ হোক, শুভ হোক বিশ্বলোক”, অর্থাৎ অশুভকে বিদায় জানিয়ে শুভর আগমন ঘটানোর আনন্দে মিলবে সবাই, একত্রে এক সন্ধ্যায়।
টিকিট সংরক্ষণের জন্য পোস্টারে দেওয়া QR কোড স্ক্যান করুন অথবা যোগাযোগ করুন: afermb24@gmail.com
বিজয়া সম্মিলনী ২০২৫। সিডনির প্রবাসী বাঙালিদের একতা, সংস্কৃতি আর আনন্দের এক অপরূপ মেলবন্ধন।