মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড (CDNI)-এর ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৪ Time View

গত ২৫ অক্টোবর কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড (CDNI) তাদের পঞ্চম বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজন করেছে গিল্ডফোর্ড , নিউ সাউথ ওয়েলসে অনেক আবেগ আর গর্বের সঙ্গে, যেখানে উদযাপন করা হয়েছে সংগঠনের ছয় বছরের যাত্রা, সংগ্রাম আর সফলতা।

সভাপতি ডা: সাবরিন ফারুকী OAM এর সভাপতিত্বে শুরুতে Acknowledgement of Country পাঠ করে আনুষ্ঠানিক ভাবে সকল অতিথিকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন রেশমি প্রায়র । তিনি সংগঠনের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত পথচলার গল্প শেয়ার করেন, যা শ্রোতাদের নাড়া দেয়।
সভাপতি ডা: সাবরিন OAM বলেন “আমরা শুরু করেছিলাম একেবারে কোভিডের ঠিক আগে। কঠিন সময়গুলোয় আমাদের পথ চলার অনুপ্রেরণা ছিলো কমিউনিটির সমর্থন ও ভালোবাসা ।তখন পাশে দাঁড়িয়েছিলাম সেই নারীদের, সেই পরিবারগুলোর, যারা সবচেয়ে বেশি বিপদে ছিল। আজ আমরা শুধু একটা সংগঠন নই, আমরা একে অপরের শক্তি, একে অপরের আশা” ।


সভাপতির প্রতিবেদনে উঠে আসে CDNI-এর নানা অর্জন — Cumberland Council DV Hub-এর মাধ্যমে গৃহ-সহিংসতার ভুক্তভোগীদের সহায়তা, শরণার্থী ও সিনিয়র সাপোর্ট প্রোগ্রাম, এবং বহু সাংস্কৃতিক সংস্থাগুলোর সঙ্গে শক্তিশালী সহযোগিতা।
“আমাদের কাজ শুধু সেবা দেওয়া নয়, সমাজ গড়া। ২০২৬ ও তার পরের সময়ের জন্য আমাদের লক্ষ্য হচ্ছে, CALD কমিউনিটিগুলো যেন শুধু টিকে না থাকে — বরং এগিয়ে যায়, সফল হয়।”


নির্বাচনী সভা পরিচালনা করেন আনিকা আজম-রিটার্নিং অফিসার । তিনি নতুন কমিটির নাম ঘোষণা করেন। আগামী ২০২৫-২০২৬ কর্ম বর্ষে সাবরিন ফারুকী OAM প্রেসিডেন্ট হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিটায় নির্বাচিত হন ।নতুন বোর্ড সদস্য হিসেবে যোগ দেন লরেন হঙ্কোপ, আর রিজান রিজভি মনোনীত হন নতুন Public Officer হিসেবে।
ট্রেজারার সাদিয়া তাবাসসুম তার বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করে সংগঠনের স্বচ্ছতা আর দায়বদ্ধতার কথা তুলে ধরেন।এ ছাড়া সংগঠনের ভবিষৎ কর্মসূচি তুলে ধরেন ওয়েন প্রায়র।


অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নায়লা হুমা ও শাহিদ মালিক পরিবেশন করেন এক হৃদয়ছোঁয়া উর্দু কবিতা, এরপর ঋদ্ধ গেয়ে শোনান বাংলা গান।তাঁদের হাতে সম্মাননা তুলে দেন পপিটার ওয়েট এবং সহ-সভাপতি লিন্ডা সান।
মেলবোর্ন থেকে আগত বোর্ড সদস্য এরিয়েল ডনেলি সংগঠনের Future Direction নিয়ে কথা বলেন, যেখানে তিনি তরুণ নেতৃত্ব, স্থায়িত্ব ও সামাজিক সহযোগিতাকে ভবিষ্যৎ ফোকাস হিসেবে তুলে ধরেন।


এজিএম এর অন্যতম আকর্ষণীও অংশ ছিল Supporter Recognition Ceremony, যা পরিচালনা করেন বোর্ড সদস্য জ্যাকুলিন উইলিয়ামস।
এই বছর যাঁরা সম্মাননা পেয়েছেন: আইনজীবি চন্দ্রিকা সুব্রামানিয়ান, কমিউনিটি এক্টিভিস্ট কামাল পাশা, ড. ইশরাত জাহান, সুরঞ্জনা রহমান (সভাপতি, VAAAUS), কাশফিয়া হায়দার, আইনজীবী মুসলেহা সাদাফ, প্রখ্যাত ফটোগ্রাফার মাসুদ নিজামী , এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রাসমে ও ওয়েইন প্রাইর ।
General Business পর্বে কথা বলেন বস (বোসা) জেরকোভিক, Cumberland Police-এর Multicultural Liaison Officer। তিনি পুলিশ ও CDNI-এর যৌথ কাজের দিক তুলে ধরেন, বিশেষ করে পারিবারিক সহিংসতা মোকাবিলায় তাদের সহযোগিতার ভূমিকা।
শেষ পর্বে সহ-সভাপতি লিন্ডা সান ধন্যবাদ জ্ঞাপন করেন, সকল অতিথি, স্বেচ্ছাসেবক ও বোর্ড সদস্যদের । এরপর সবাই উপভোগ করেন স্বেচ্ছাসেবক নমরতার প্রস্তুত করা বিকেলের চা ।

CDNI সম্পর্কে সংক্ষেপে

কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড (CDNI) একটি সিডনি-ভিত্তিক অলাভজনক সংগঠন, যা বহুসাংস্কৃতিক (CALD) সম্প্রদায়ের শরণার্থী, অভিবাসী ও নারীদের সহায়তায় কাজ করে।
তাদের সেবার মধ্যে রয়েছে — গৃহ-সহিংসতা প্রতিরোধ, কর্মসংস্থান সহায়তা, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও বয়স্ক সেবা, যার লক্ষ্য একটিই — এমন একটি অস্ট্রেলিয়া গড়া, যেখানে সবাই সমানভাবে মূল্যবান।

ঠিকানা: PO Box 298, Chester Hill NSW 2162
ফোন: +61 423 750 873
ইমেইল: info@cdni.org.au
ওয়েবসাইট: www.cdni.org.au

Please Share This Post in Your Social Media

More News Of This Category