চলে গেলেন বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাইপো অশোক আসরানি।
সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, দীর্ঘ অসুস্থতার পর অভিনেতা-পরিচালক গোবর্ধন আসরানি মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে, অভিনেতা তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিনেমার দুনিয়ায় রাজত্ব করা গোবর্ধন আসরানি তার কেরিয়ারে সাড়ে তিনশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিটিআই) থেকে স্নাতক সম্পন্ন করেন আসরানি। ১৯৬০-এর দশকে অভিনয় জীবন শুরুর পর অল্প সময়েই হিন্দি সিনেমার পরিচিত মুখে পরিণত হন তিনি। ‘শোলে’ ছবিতে তার অদ্ভুত জেলারের চরিত্রে অভিনয় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
মূল চরিত্রে অভিনয়ে প্রশংসা কুড়নোর পাশাপাশি পার্শ্বচরিত্রেও বাজিমাত করেছিলেন আসরানি। বিশেষ করে তাঁর ‘কমিক টাইমিং’ অভিনয় শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয়। কৌতুক অভিনেতা হিসেবে একাধিক ‘সিনেমার মেরুদণ্ড’ হয়ে উঠেছিলেন তিনি।