মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

মারা গেলেন প্রবীণ অভিনেত্রী ইন্দিরা দেবী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫ Time View
মারা গেলেন প্রবীণ অভিনেত্রী ইন্দিরা দেবী

না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ ভারতের মালয়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেত্রী ইন্দিরা দেবী। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার। সোমবার (১৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে এ তথ্য।

এ তারকার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী সাবিতা জর্জ। পর্দায় বর্ষীয়ান অভিনেত্রীর পুত্রবধূ ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইন্দিরা দেবীসহ নিজেদের একটি ছবি পোস্ট করে সাবিতা জর্জ লিখেছেন, ‘আম্মা, এবার প্রদীপ নিভে গেছে। শান্তিতে ঘুমাও ইন্দিরা দেবী আম্মা। তোমার অভাব অনুভব করব।’

ইন্দিরা দেবী জনপ্রিয় সিটকম ‘চাক্কাপ্পাঝাম’-এ আছাম্মা চরিত্রে অভিনয় করে কেরালার ঘরে ঘরে পরিচিতি লাভ করেন। এ প্রবীণ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ফায়া নেমে এসেছে দেশটির টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।

এ অভিনেত্রী কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তবে অসুস্থ থাকলেও সবসময় সহকর্মীদের সঙ্গে গভীর বন্ধন ছিল তার। বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকার সময় তাকে প্রায়ই দেখতে যেতেন অভিনেত্রী সাবিতা জর্জ।

এদিকে ইন্দিরাী দেবীর মৃত্যুর খবর ছড়াতেই ‘চাক্কাপ্পাঝাম’ টিমের সদস্য এবং অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সহ-অভিনেত্রী অশ্বতী শ্রীকান্ত লিখেছেন, ‘একটি উদ্দেশ্যমূলক অধ্যায়ের পর এই পৃথিবী ছেড়ে চলে গেলেন।’ অভিনেত্রী শ্রুতি রজনীকান্ত ও রফিও শ্রদ্ধা জানিয়েছেন।

প্রসঙ্গত, ইন্দিরা দেবী মাত্র একটি ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘চাক্কাপ্পাঝাম’য় তার আছাম্মার চরিত্রে স্বতঃস্ফূর্ত অভিনয়, হাস্যরস ও অসাধারণ উপস্থিতি দর্শকহৃদয়ে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে। ‘চাক্কাপ্পাঝাম’ ছিল মালয়ালাম টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একটি পারিবারিক সিটকম। যা হাস্যরসের মাধ্যমে দৈনন্দিনের গল্প তুলে ধরেছে। আর এতে ইন্দিরা দেবীর চরিত্র চিরদিন বেঁচে থাকবে দর্শকহৃদয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category