বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বার মেয়র হলেন টিটু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২১৩ Time View

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র হলেন ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু। তিনি ১ লাখ ৩৫ হাজার ৯৫৯টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান হাতি প্রতীকে ভোট পেয়েছেন ৩৭ হাজার ৮০৬টি।

রোববার (৯ মার্চ) রাতে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এ তথ্য জানান।

১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায়, ইকরামুল হক টিটু তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কি টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। বাকি তিন মেয়র প্রার্থী ঘোড়া প্রতীকে এহতেসামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭৪, হরিণ প্রতীকে রেজাউল হক পেয়েছেন ১৪৮৭ ও লাঙ্গল প্রতীকের শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন ১৩২১ ভোট।

এর আগে, সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনে ভোট নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category