সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:১২ অপরাহ্ন

হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানাল জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (৪ অক্টোবর) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গুতেরেস গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটানোর জন্য সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে জিম্মিদের মুক্তি এবং আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার ব্যাপারে হামাসের ‘ইতিবাচক সাড়াকে’ স্বাগত জানান।

এর আগে, শুক্রবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছিলেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ট্রাম্পের গাজা উপত্যকার জন্য যুদ্ধবিরতি পরিকল্পনার সঙ্গে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছে, এর মূল রূপরেখা সমর্থন করেছে এবং আলোচনার ইঙ্গিত দিয়েছে।

ডুজারিক আরও জানান, মহাসচিব গুতেরেস কাতার এবং মিশরকে তাদের ‘অমূল্য’ মধ্যস্থতামূলক কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আবারও অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, সকল জিম্মির অবিলম্বে নিঃশর্ত মুক্তি, এবং নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকারের জন্য তার অবিচল আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category