হিথ্রোসহ ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হামলার কারণে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ‘দ্যা ডেইলি মেইল’।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ ভ্রমণকারীরা হিথ্রো বিমানবন্দরে তীব্র ভ্রমণ বিশৃঙ্খলার মুখোমুখি হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে বড় ধরনের সাইবার হামলার কারণে চেক-ইন ও বোর্ডিং সিস্টেম অচল হয়ে পড়ে। এতে যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দরটিতে সকাল থেকে যাত্রীদের তিন ঘণ্টার দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয়েছে।
প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স এ্যারোস্পেস (Collins Aerospace) নিশ্চিত করেছে যে তাদের MUSE সফটওয়্যার সাইবার আক্রমণের শিকার হয়েছে। এর ফলে কেবল ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে, যদিও বিকল্প হিসেবে ম্যানুয়াল চেক-ইন কার্যক্রম চালু রাখা হয়েছে।
হিথ্রোর পাশাপাশি ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরও আক্রান্ত হয়েছে। ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ১০টি ফ্লাইট বাতিল এবং অন্তত ১৭টি ফ্লাইট এক ঘণ্টার বেশি বিলম্বে ছাড়তে বাধ্য হয়েছে।
এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, সাতবার গেট পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো ঘোষণা নেই, পানীয়ও দেওয়া হয়নি।”
হিথ্রোতে আসা এক নারী বলেন, “আমরা তিন ঘণ্টা ধরে সারিতে দাঁড়িয়ে ছিলাম। ছয়টি ডেস্কের মধ্যে মাত্র দুইটিতে কর্মী ছিল। ভীষণ দুর্ভোগ।”
হিথ্রো কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিয়েছে নির্ধারিত সময়ের আগে না আসতে এবং ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে। অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
ইজি জেট জানিয়েছে, তাদের ফ্লাইট কার্যক্রমে আপাতত কোনো প্রভাব পড়েনি। ব্রাসেলস ও বার্লিন কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যানুয়াল চেক-ইনের মাধ্যমে ফ্লাইট পরিচালনার চেষ্টা চলছে। তবে ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দর এ আক্রমণের বাইরে রয়েছে।
এদিকে, হামলার পেছনে কারা রয়েছে তা জানা যায়নি। সম্প্রতি রাশিয়া-সম্পর্কিত হ্যাকারদের একাধিক বড় আক্রমণের কারণে সন্দেহ তাদের দিকেই ঘুরছে। ড্রাগনফোর্স (DragonForce) নামের একটি রাশিয়া-সম্পর্কিত সাইবার অপরাধী দল এর আগে ব্রিটিশ ব্র্যান্ডের ওপর হামলা চালিয়েছিল।
উল্লেখ্য, কলিন্স এ্যারোস্পেস (Collins Aerospace) আগেও দ্য এভারেস্ট গ্রুপ (The Everest Group) নামক হ্যাকারদের টার্গেট হয়েছিল। ধারণা করা হচ্ছে তারা কোম্পানির সিস্টেমে প্রবেশাধিকার অন্যদের কাছে বিক্রি করেছে। সম্প্রতি এই দলটি বিএমডব্লিউ (BMW)-কেও হ্যাক করার দাবি করেছে।
এছাড়া, রাশিয়ার নিজস্ব বিমানবন্দরও সাইবার হামলার শিকার হচ্ছে। গত সপ্তাহে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দর ও সাইবেরিয়ার ক্রাসআভিয়া এয়ারলাইনস আক্রান্ত হয়। জুলাই মাসে প্রো-ইউক্রেনিয়ান হ্যাকারদের আক্রমণে এয়ারোফ্লটের ফ্লাইট সূচি ভেঙে পড়ে।