মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কানাডায় এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে: মার্ক কার্নি একনেকে ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি বহাল আছে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচন সম্পন্ন — সভাপতি মনিরুল হক জর্জ, সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম সিডনিতে পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কাজী ফারুক বাবুলের কথা,সুরে তানিয়া শারমিন তানিশার ” ময়ূরী “ ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীন বরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাং-এ পরিচালিত বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ মোট ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ‘অপ্স বেলাঞ্জা’ নামের এই অভিযানে অংশ নেয় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের ১০৬ জন কর্মকর্তা। অভিযানে মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, বুকিত বিনতাং এলাকায় দীর্ঘদিন ধরে বিদেশিরা অবৈধভাবে অবস্থান করে নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

আটক হওয়া ৭৭০ জনের মধ্যে বাংলাদেশি ৩৭৭ জন, মায়ানমার ২৩৫, নেপাল ৭২, ভারত ৫৮ ও ইন্দোনেশিয়ার ১৯ জন রয়েছেন। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে নারীরাও রয়েছেন।

বাসরি ওথমান বলেন, ‘অবৈধভাবে বসবাস, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, কাগজপত্রের অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের আটক করা হয়েছে।‘ অভিযান চলাকালে অনেক অভিবাসী দোকান ও ছাদে লুকানোর চেষ্টা করেন, তবে গোটা এলাকা ঘিরে রাখায় শেষ পর্যন্ত সবাইকে আটক করা সম্ভব হয়।

অভিযানের সময় একটি অবৈধ অনলাইন জুয়া কেন্দ্রও শনাক্ত করা হয়। সিসিটিভি নিয়ন্ত্রিত ওই কেন্দ্র থেকে আট বিদেশিকে জুয়া খেলার সময় আটক করা হয়েছে।

আটকদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে তদন্ত চলছে।

বাসরি ওথমান আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং যেসব প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ দেয়, তাদেরকেও কঠোরভাবে নজরদারির আওতায় আনা হবে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, সব নিয়োগকর্তা সরকার নির্ধারিত কোটা ও নিয়মনীতি মেনে চলছেন।‘

মালয়েশিয়ায় অবস্থানরত অভিবাসীদের প্রতি তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, বৈধ কাগজপত্র ছাড়া কেউ যেন অবস্থান না করে, নচেত কঠোর আইনগত ব্যবস্থার মুখে পড়তে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category