বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে সোমবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড কমিটির তথ্য অনুযায়ী, এই ধাপ শেষে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন হবে। আর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশের কলেজ ও মাদরাসাগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

নিয়ম অনুযায়ী, ভর্তি ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এজন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। যেসব শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় ধাপে কোনো কলেজে মনোনয়ন পাননি অথবা পছন্দের তালিকায় নতুন প্রতিষ্ঠান যোগ করতে চান, তারা এই ধাপে আবেদন করার সুযোগ পাবেন।

অন্যদিকে, দুই ধাপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রথম ধাপে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী কোনো কলেজে মনোনয়ন পাননি। তাদের মধ্যে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীও ছিলেন ৫ হাজার ৭৬৫ জন। দ্বিতীয় ধাপে নতুন করে আরও দুই লাখ ২৪ হাজার শিক্ষার্থী কলেজে সুযোগ পেলেও এবারও ১ হাজার ৪১৮ জন জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী বাদ পড়েছেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীরা বাস্তবতা বিবেচনা না করে জনপ্রিয় কলেজগুলোতে আবেদন করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার মোট আবেদন করেছিলেন ১০ লাখ ২৪ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী কোনো না কোনো কলেজে মনোনয়ন পেলেও বাকি শিক্ষার্থীরা বাদ পড়েছেন। তবে আসন সংকট নেই, তাই শেষ পর্যন্ত সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

অন্যদিকে, জনপ্রিয় কলেজগুলোতে বিপুল আবেদন জমা পড়লেও দেশের প্রায় ৫ শতাংশ কলেজে এবারও কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এমনকি ১০টি কলেজে একটি আবেদনও পড়েনি। আবার চার শতাধিক কলেজে আবেদন থাকলেও শেষ পর্যন্ত কোনো শিক্ষার্থী মনোনীত হয়নি।

শিক্ষা বোর্ড জানিয়েছে, তৃতীয় ধাপ শেষে আর কোনো আবেদন নেওয়া হবে না। তাই যারা এখনো কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি, তাদের জন্য এ ধাপই শেষ সুযোগ।

ভর্তি ওয়েবসাইট (xiclassadmission.gov.bd)

Please Share This Post in Your Social Media

More News Of This Category