থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে তার পদ থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) থাই আদালত নৈতিক স্খলনজনিত অপরাধে তাকে এ সাজা দেওয়া হচ্ছে।
কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে এক ফোনালাপকে কেন্দ্র করে হওয়া অভিযোগের ভিত্তিতে এ রায় থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে; এটি দেশটিতে নতুন রাজনৈতিক অস্থিরতার সূচনা করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এর মাধ্যমে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া পেতংতার্ন তার মেয়াদের মাত্র এক বছর কাটানোর পরই ক্ষমতাচ্যুত হলেন।
এ রায় থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি দেশটিতে নতুন রাজনৈতিক অস্থিরতার সূচনা করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।