বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৭ Time View

তিন দফা দাবিতে আজ বুধবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা দাবি আদায়ে আন্দোলন চালান। তবে আশ্বাস না পেয়ে শেষ পর্যন্ত তারা লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন। বুধবার সকাল ১০টায় শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ সাংবাদিকদের জানান, এ কর্মসূচিতে সারা দেশের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত নন-ভায়োলেন্ট উপায়ে আন্দোলন করেছি। ভবিষ্যতেও দেশবাসীকে সঙ্গে নিয়েই দেশের কল্যাণে আমাদের দাবিগুলো আদায় করতে চাই। কোনো ডিপ্লোমা বা কারো বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন প্রকৌশল খাতের সংস্কারের জন্য।’

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো:

১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।

২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

এ ছাড়া সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় দ্রুত দায়ীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category