বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৪৭১, ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ৪৭১ প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশন জানায়, প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় ১০ প্রার্থী বাদ পড়েছিলেন। তারা আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ২৮ প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন ৪৭১ জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

পদভিত্তিক প্রার্থীসংখ্যা অনুযায়ী: সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন। এছাড়া সদস্য পদে ২১৭ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী দিনে নির্বাচন আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে সুষ্ঠু ব্যবস্থাপনা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category