দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর (এফএআরসি) দুটি পৃথক গেরিলা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সময় বিকাল ৩টার দিকে দেশটির তৃতীয় জনবহুল শহর ক্যালিতে একটি সামরিক ঘাঁটির কাছে সড়কে বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটে।
শহরের মেয়রের অফিস জানিয়েছে, এই ঘটনায় ছয়জন নিহত হন এবং অন্তত ৭১ জন আহত হন।
এর কয়েক ঘণ্টা আগে অ্যান্টিওকিয়া বিভাগের আমালফি পৌরসভায় কোকো খেত (কোকেন তৈরির কাঁচামাল) ধ্বংসের অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি ব্ল্যাক হক ইউএইচ-৬০ হেলিকপ্টারকে ড্রোন হামলা চালিয়ে ভূপাতিত করা হয়। এতে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হন।
ক্যালির মেয়র আলেজান্দ্রো এডার হামলার পর শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বড় ট্রাক চলাচলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি হামলাকারীদের বিষয়ে তথ্য দিলে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণাও দেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন, এই হামলার জন্য দায়ী ‘সেন্ট্রাল জেনারেল স্টাফ’ (ইএমসি) নামের গেরিলা গোষ্ঠী, যার নেতৃত্বে আছেন কুখ্যাত কমান্ডার ইভান মর্ডিস্কো। গোষ্ঠীটি মূলত রেভোলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (এফএআরসি)-এর ভিন্নমতাবলম্বী সদস্যদের নিয়ে গঠিত।
উল্লেখ্য, ২০১৬ সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে এফএআরসি, এরপর থেকে দেশটিতে বিভিন্ন সহিংসতায় সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।