বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা : তৌহিদ অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা একুশে একাডেমী অস্ট্রেলিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন সিডনির বন্ডি বিচে হামলাকারী ভারতীয় নাগরিক ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার সিডনিতে বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ১৫

যুক্তরাষ্ট্রের আলোচিত বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিওর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১১ Time View

যুক্তরাষ্ট্রের আলোচিত বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন । তিনি যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ‘ক্যাট ইন প্রভিডেন্স’ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। ক্যাপ্রিও ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসাবে পরিচিত।

বুধবার (২০ আগস্ট) ৮৮ বছর বয়সে পৌর বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা যান। তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার মৃত্যুর খরবটি নিশ্চিত করা হয়। ফ্রাঙ্ক ক্যাপ্রিও অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করছিলেন।

ফ্রাঙ্ক ক্যাপ্রিও দয়া, সহানুভূতি এবং হাস্যরসের জন্য অনলাইনে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। তার ‘ক্যাট ইন প্রভিডেন্স’ নামক একটি টিভি শো ছিল, যেখানে তার আদালতের শুনানি দেখানো হতো। এই অনুষ্ঠানের ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় ১ বিলিয়নেরও বেশিবার দেখা হয়।

ক্যাপ্রিও অন্যান্য টিভি বিচারকদের মতো কঠোর বা উগ্র ছিলেন না। তার আদালতে মানুষ ও ও তাদের মামলাগুলোকে দয়ার সাথে দেখা হতো। তিনি প্রায়শই ছোটখাটো ট্র্যাফিক লঙ্ঘনের ক্ষেত্রেও সহানুভূতির সঙ্গে বিচার করতেন। যেমন, এক নারীর টিকিট এবং ৪০০ ডলার জরিমানা বাতিল করেন। কারণ তিনি জানতে পারেন ওই নারীর ছেলে মারা গেছে।

তার জনপ্রিয় ভিডিওগুলোতে থেকে দেখা যায়, তিনি শিশুদের বেঞ্চে ডেকে তাদের বাবা-মায়ের বিচার করতে বলছেন। তার আদালতের মানবিক এবং মজার মুহূর্তগুলো মানুষের মন জয় করে নেয়। তিনি দেখিয়েছেন বিচারব্যবস্থাও মানবিক হতে পারে। ক্যাপ্রিও সবসময় ‘সকলের জন্য স্বাধীনতা এবং ন্যায়বিচার’ এই ধারণার ওপর জোর দিতেন।

রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি এবং অন্যান্য স্থানীয় রাজনীতিবিদরা ক্যাপ্রিওর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। গভর্নর বলেন, ‘তিনি কেবল একজন আইনবিদ ছিলেন না, তিনি ছিলেন সহানুভূতির প্রতীক।‘

ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও চার দশক ধরে বিচারকের পদে ছিলেন। ২০২৩ সালে অবসরে যান। তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, ক্ষমতা এবং ভালোবাসা একসঙ্গে চলতে পারে এবং ন্যায়বিচার মানবিক হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category