মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

চট্রগ্রামে কার্ভাড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৯ Time View

চট্টগ্রামের সিটি গেট এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির চালকসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে তারা হলেন—কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০)। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ভোরে সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন, আহত হন আরও পাঁচজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুজনের মৃত্যু হয়।

পুলিশের জানিয়েছেন, পিকআপে চালক হেলপারসহ ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category