বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা : তৌহিদ অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা একুশে একাডেমী অস্ট্রেলিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন সিডনির বন্ডি বিচে হামলাকারী ভারতীয় নাগরিক ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার সিডনিতে বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ১৫

দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানলে ৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View

ভয়াবহ দাবানলে দক্ষিণ ইউরোপে স্পেনে তিনজন এবং পর্তুগালে একজনের মৃত্যু হয়েছে।

এই দাবানলটি দক্ষিণ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ আগুনের মৌসুম হিসেবে বিবেচিত হচ্ছে।  রেকর্ড-ভাঙা তাপপ্রবাহ, শুষ্ক ভূমি ও জ্বালানি মতো উপাদানগুলো আগুন আরও ভয়াবহভাবে ছড়িয়ে দিচ্ছে।  গ্রিস থেকে পর্তুগাল পর্যন্ত এই আগুনে পুড়ছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য অগ্নিনির্বাপক বিমান পাঠিয়েছে। ইতোমধ্যে পাঁচটি দেশ সহায়তা চেয়েছে। আঞ্চলিকভাবে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে, এবং বিভিন্ন দেশে প্রায় ১০০ জন আহত হয়েছে।

টানা পঞ্চম দিনের মতো আগুনে পুড়ছে গ্রিসের কিয়োস দ্বীপ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় হাজার হাজার মানুষকে। রাজধানী এথেন্স ও আশপাশের এলাকায় জারি উচ্চ সতর্কতা।

স্পেন এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জরুরি পরিষেবা বিভাগের মহাপরিচালক ভার্জিনিয়া বারকোনেস। তিনি জানান, দেশজুড়ে ১৪টিরও বেশি বড় ধরনের দাবানল চলছে।

দাবানলের কারণে গণপরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে—বিভিন্ন মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে এবং উচ্চগতির রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে। ইউরোপীয় বন দাবানল তথ্য ব্যবস্থার মতে, চলতি বছরে এখন পর্যন্ত স্পেনে ৩,৯০,০০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে।

এই সপ্তাহের শুরুতে, দাবানলে স্পেনে তৃতীয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে—এক স্বেচ্ছাসেবী দমকলকর্মী মারাত্মক দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। অগ্নিসংযোগের সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটির বেশিরভাগ অঞ্চলই চরম ঝুঁকিতে; বিশেষভাবে উত্তর ও পশ্চিমাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে আগুন। আগুনের কারণে বন্ধ বেশ কয়েকটি মহাসড়ক।

অন্যদিকে, স্পেনের প্রতিবেশী দেশ পর্তুগালে অন্তত সাতটি বড় দাবানলের বিরুদ্ধে লড়াই করছে প্রায় ৪ হাজার দমকলকর্মী। দেশটিতে রোববার রাত পর্যন্ত জরুরি সতর্কতা জারি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category