বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

সিডনিতে কমিউনিটি নেতৃবৃন্দের আয়োজনে পূরবী পারমিতা বোসের জন্মদিন উদযাপন

আমাদের কথা ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১৫ Time View

আমাদের কথা ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, সিডনির ইঙ্গেলবার্নের মেজবান রেস্টুরেন্টে বাঙালি কমিউনিটির পরিচিত মুখ, কমিউনিটি ও সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেত্রী এবং আমাদের কথা নিউজ পোর্টাল-এর প্রধান সম্পাদক পূরবী পারমিতা বোস-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান।

অনুষ্ঠানের আয়োজনে ছিলেন—সিডনির বাংলা কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ গামা আব্দুল কাদির, মোঃ শফিকুল ইসলাম, ড. সিরাজুল হক, মনিরুল হক জর্জ, শাদাত হোসেন, মোস্তাফিজুর রহমান মনজু তালুকদার, পারভেজ খান, তিশা তানিয়া এবং সুমন চৌধুরী।

জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সেলিমা বেগম, নাজরুল ইসলাম সাচ্চু, কামাল পাশা, সাজ্জাদ সিদ্দিক, মঞ্জুশ্রী মিতা, আব্দুলাহ আল মামুন, মইনুল ইসলাম সুমন, নাজমুল হক, মারিয়া মুন, পলি ফরহাদ, জনাব ফরহাদ,সোনিয়া খান, তানজির খান, মজনুন মিজান, শুভ সাথী, মালা রায়হান, সোনিয়া স্বপ্নপরী, শায়লা মুমু, এবং আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা পূরবী পারমিতা বোসের দীর্ঘদিনের সামাজিক, রাজনৈতিক কাজ, সাংবাদিকতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি তাঁর স্বামী আবদুল্লাহ আল মামুন-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যিনি সবসময় নিঃস্বার্থভাবে তাঁর পাশে থেকে সহযোগিতা করেছেন।

আয়োজনে ছিল কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং নৈশভোজ। উষ্ণ পরিবেশে প্রাণবন্ত এই মিলনমেলা সিডনির বাঙালি কমিউনিটির মধ্যে এক আনন্দঘন স্মৃতি হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category