রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

মধ্যরাতে উত্তাল ঢাবি ক্যাম্পাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৯ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। শুক্রবার রাত ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল, মুহসীন হল, রোকেয়া হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

‘হল পলিটিকস নো মোর‘সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

হলে কমিটি ঘোষণার প্রতিবাদে ঢাবির রোকেয়া হলের শিক্ষার্থীরা বিকেলে কমিটি বাতিলের জন্য রাত পর্যন্ত সময় বেঁধে দেয়। রাত ১২টার পর স্লোগানে স্লোগানে হলগুলোর শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল।

প্রাধ্যক্ষকে দেওয়া স্মারকলিপি রোকেয়া হলের শিক্ষার্থীরা রোকেয়া হলকে প্রকাশ্য ও গুপ্ত—সব ধরনের ছাত্ররাজনীতি থেকে সম্পূর্ণভাবে মুক্ত ঘোষণার দাবি জানান। স্মারকলিপিতে নির্বাচিত হল সংসদ কমিটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠন হলভিত্তিক কমিটি ঘোষণা করলে তাদের আবাসিক সিট বাতিলসহ চার দফা দাবি জানানো হয়। হলে রাজনীতি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন সুফিয়া কামাল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরাও।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুরূপ কমিটি ঘোষণার খবর পাওয়া পাওয়া গেছে, জাহাঙ্গীননগর বিশ্ববিদ্যালয়েও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category