টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ১১ দলের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাকিস্তান শাহীনস, নেপাল জাতীয় দল, অস্ট্রেলিয়ার রাজ্য দল এবং বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো। এমন প্রতিযোগিতাপূর্ণ পরিবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ দল। আর অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়ে দিলেন, শিখতে নয়, তারা অস্ট্রেলিয়া যাচ্ছেন জিততেই।
মিরপুরে আজ সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘অবশ্যই, অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তানি দল আছে, নেপাল জাতীয় দল আছে। সবগুলো ভালো দল এবং প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে। এই কন্ডিশনে আমাদের জন্য এটা ভালো কিছু করার সুযোগ। অবশ্যই চাইবো যেন ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ।’
এখানেই থেমে থাকেননি তিনি। কেবল অভিজ্ঞতা অর্জনের পেছনে না ছুটে, ট্রফির দিকেই তাকিয়ে আছেন বলে জানিয়ে দেন সোহান, ‘লার্নিং প্রসেসের এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। অবশ্যই আমরা শিখতেই আছি, শিখব। তবে মূল লক্ষ্য হওয়া উচিত, ফাইনাল খেলব। টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়-আমাদের সবারই লক্ষ্য ট্রফির দিকে।’
দলে তরুণ খেলোয়াড়দের জন্য এটি হতে পারে বড় মঞ্চ। বিশেষ করে অলরাউন্ডার তোফায়েল আহমেদের প্রতি আস্থা রাখছেন সোহান। তিনি বলেন, ‘অবশ্যই একটা দলে অলরাউন্ডার থাকে তখন দল বানানো অনেক সহজ হয়ে যায়। আমাদের পেস বোলিং অলরাউন্ডার জাতীয় দলের জন্য সাইফউদ্দিন আছে, আরো দুই এক জন আছে। এই জায়গায় একটা গ্যাপ আছে আমাদের। তোফায়েলের জন্য অবশ্যই ভালো সুযোগ এখানে ভালো করা।’
অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ বাংলাদেশের জন্য বরাবরই সীমিত। ২০১৫ সালের বিশ্বকাপের পর জাতীয় দলের আর কোনো সফর হয়নি সে দেশে। সব মিলিয়ে দেশটিতে বাংলাদেশের ম্যাচ সংখ্যা মাত্র ৮টি। দ্বিপক্ষীয় সিরিজে তো শেষবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে প্রায় ১৭ বছর আগে।
তাই এই টুর্নামেন্টটি বড় সুযোগ জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের জন্য। গত বছর এই টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল রানার্সআপ হয়েছিল। এবার বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে ৭ দলের এই প্রতিযোগিতায় অংশ নিতে, যার নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান।
দুই ধাপে দলটির অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে কাল ও পরশু। এর আগেই সংবাদ সম্মেলনে সোহান স্পষ্ট করে দেন, শেখা শেখা খেলায় নয়, তাদের লক্ষ্য জেতা , ‘আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট-সবার লক্ষ্যই ট্রফি জেতা।’