আগামী ২৯ মার্চ শুক্রবার মাউন্ট ড্রুইটের কেভিন বেটস ইনডোর স্টেডিয়ামে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্র্যান্ড রমজান বুটিক প্রদর্শনী চলবে।
এই প্রদর্শনীতে থাকবে লেটেষ্ট ডিজাইনের উপমহাদেশীয় ঐতিহ্যবাহী পোষাকের সমারোহ।
ভিন্ন ভিন্ন স্টলহোল্ডারদের কাছ থাকবে নানারকম পণ্য সামগ্রী(শাড়ি, জামাকাপড়, পাঞ্জাবী, হিজাব, জুয়েলারী সহ আরো অনেক কিছু)
পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থা থাকবে এবং ট্রেন স্টেশন থেকে মাত্র কয়েক মিনিট দূরত্বে এই ভেন্যূ।
স্টল বুকিং শুরু হয়েছে।এটি ওয়েস্টার্ন সিডনির সবচেয়ে বড় রমজান বুটিক এক্সপো।
আরও তথ্যের জন্য যোগাযোগ – আশরাফ 0433501637 বা জাহিদ 0421993441
Leave a Reply