মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) কুয়ালালামপুর-১ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। তারা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল বলে জানায় সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) দুটি ফ্লাইটের মাধ্যমে এই বাংলাদেশি গ্রুপটি মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করবে। কয়েকটি সিন্ডিকেটের সহায়তায় তারা আসবে বলে জানানো হয়েছিল।
ফ্লাইট কুয়ালামপুরে অবতরণের পর ইমিগ্রেশনের আগেই ওই ব্যক্তিদের চিহ্নিত করা হয়। তাদেরকে একেপিএস’র অফিসে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়।
বুধবার (৬ আগস্ট) একেপিএস এক বিবৃতিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারেনি। এছাড়াও মালয়েশিয়া প্রবেশের কারণ হিসেবে তাদের বক্তব্য ছিল সন্দেহজনক।
এই ২৬ বাংলাদেশিকে দ্রুততম সময়ে পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়।