মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় রত্নপাথর খনির জন্য পরিচিত মোগক শহরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) সকালে এই হামলা চালানো হয় বলে এএফপি জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে জনবহুল এলাকায় চালানো এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
তাং ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র লোয়ে ইয়াই উও জানান, ১৪ জন আহত হয়েছেন। তিনি বলেন, ‘হামলার সময় রাস্তায় অনেক মানুষ চলাফেরা করছিল, তাই হতাহতের সংখ্যা বেশি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় বাসিন্দা জানান, হামলার পরপরই সাতজন ঘটনাস্থলেই নিহত হন, পরে আহত অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়। একটি গাড়িতে থাকা সাতজনও আহত হয়েছেন, যেটি ওই এলাকায় চলাচল করছিল।
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান গৃহযুদ্ধে জান্তা সরকারের বিরুদ্ধে জাতিগত গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী গেরিলারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছে। গত বছরের শেষ দিকে বিদ্রোহীরা সম্মিলিত আক্রমণের মাধ্যমে মোগক শহরসহ বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। মোগক শহর মিয়ানমারের মূল্যবান রুবি ও খনিজ সম্পদের কেন্দ্র, যার মাধ্যমে বিদ্রোহী ও সরকারপক্ষ দু’পক্ষই তাদের যুদ্ধ ব্যয় মেটাচ্ছে।
তবে সম্প্রতি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল পুনর্দখল করেছে, যার মধ্যে রয়েছে সোনার খনির শহর থাবেইক্যিন। এক বছর পর শহরটি ফিরে পেয়েছে জান্তা বাহিনী।
এদিকে জান্তা সরকার গত বৃহস্পতিবার জরুরি অবস্থা প্রত্যাহার করে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। যদিও ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এখনো কারাবন্দি এবং তার দলসহ বিরোধী পক্ষ এই নির্বাচনের বর্জনের ঘোষণা দিয়েছে।
সূত্র: এএফপি